ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দেশীয় কিচেন ও হোম এ্যাপ্লায়েন্স পণ্য বাজারে

প্রকাশিত: ০৫:০৭, ২৯ ডিসেম্বর ২০১৪

দেশীয় কিচেন ও হোম এ্যাপ্লায়েন্স পণ্য বাজারে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গড় আয় বৃদ্ধিতে দেশে কিচেন ও হোম এ্যাপ্লায়েন্স পণ্যের ব্যবহার বেড়েছে। পাটা-পুতার বদলে বাটার জন্য ব্যবহার করা হচ্ছে ব্ল্যান্ডার মেশিন। ভাত রান্নার জন্য পাতিলের বদলে ব্যবহার বাড়ছে ইলেক্ট্রিক্যাল রাইস কুকারের। এভাবে প্রতিটি ঘরে এখন ৩২টি কিচেন ও হোম এ্যাপ্লায়েন্স পণ্য ব্যবহার করা যেতে পারে। কারণ সহজ মূল্যে দেশেই পাওয়া যাচ্ছে এ পণ্যসামগ্রী। গৃহবধূদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এসব পণ্য। এদিকে, চাহিদামতো পণ্যের যোগান দেয়ায় ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রিক্যাল ও অটোমোবাইল পণ্যের বাজারে দ্রুত শীর্ষে উঠে আসছে দেশীয় ব্র্যান্ড মার্সেল। অতি দ্রুত বাজার সম্প্রসারণের মাধ্যমে মার্সেল পণ্য পৌঁছে গেছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। নতুন বছরে এ ব্র্যান্ডের পণ্যসম্ভারে যুক্ত হচ্ছে আরও ৩২টি কিচেন ও হোম এ্যাপ্লায়েন্স পণ্য। এই প্রতিষ্ঠান থেকে এখন ফ্রিজ, টিভি, মোটরসাইকেল, এসি, জেনারেটর, ডিভিডি প্লেয়ার, ব্ল্যান্ডার, রাইস কুকার, মাইক্রোওয়েব ওভেন, আয়রনসহ বিভিন্ন পণ্য বাজারজাত করছে। ২০১৫ সালের শুরুতেই যুক্ত হচ্ছে আরও ৩২টি হোম ও কিচেন এ্যাপ্লায়েন্স পণ্য। বর্তমানে বাজারে এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।
×