ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাগুরায় লিচু পাড়া শুরু

প্রকাশিত: ২১:৫২, ২০ মে ২০২২

মাগুরায় লিচু পাড়া শুরু

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় বাজারে উঠেছে সুস্বাদু পাকা লিচু । বর্তমানে প্রতিশত লিচু ২২০ টাকা থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে জেলাবাসী সুস্বাদু লিচুর স্বাদ গ্রহন করতে পারছেন। মাগুরার লিচুর কদর রয়েছে দেশব্যাপী। মাগুরায় চলতি মৌসুমে লিচুর ফলন ভালো হলেও সম্প্রতিক বৃষ্টির কারনে অনেক লিচু ঝরে গিয়েছে । কৃষকরা বলছেন বৃষ্টির কারনে অনেক লিচু ঝরে পড়েছে। বর্তমানে বাজারে উঠেছে পাকা লিচু । লিচু প্রতিশত ২২০ টাকা থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাগানে পাইকারী প্রতি এক হাজার ১৪শত টাকা থেকে ১৭শত টাকা দরে বিক্রি হচ্ছে। জেরার লিচু চালান যাচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়। কৃষি বিভাগ সুত্রে জানাযায় , জেলায় ৭৫০ হেক্টর জমিতে দু হাজারেও বেশী লিচু বাগান রয়েছে । জেলার চারটি উপজেলার মধ্যে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় সবথেকে বেশী লিচুর বাগান গড়ে উঠেছে। এর মধ্যে ইছাখাদা , রাউতড়া , আলাইপুর , হাজরাপুর , আলাইপুর ,খালিমপুর , নোয়াপাড়া ,দক্ষিণ নোয়াপাড়া , হাজীপুর , রাঘবদাইড়, নড়িহাটি ,শীবরামপুর গ্রামে সবথেকে বেশী লিচুর বাগান গড়ে উঠেছে। জৈষ্ঠ্য মাসের প্রথমদিক থেকে বাজারে আসে পাঁকা লিচু । লিচু চাষ লাভজনক বলে জেলায় লিচু বাগান গড়ে উঠছে। এক বিঘা জমির লিচু বাগান করতে ৩০/৩৫ হাজার টাকা খরচ হয় । ৩ থেকে ৫ বছর পরে গাছে লিচু ধরে । প্রথমদিকে খরচবাদে বিঘাতে ৪০ হাজার টাকার মতো লাভ থাকে । গাছ যতো বড় হবে লাভ ততো বেশী হয়। এবছর বৃষ্টির কারনে লিচুর ফলন কম হয়েছে এবং দামও কম। রিচু বাগানে কাজ করে অনেকে মৌসুমী কর্মসংস্থান হয়েছে। জেলায় প্রতিবছর কয়েক কোটি টাকা মূল্যের লিচু উৎপন্ন হয়ে থাকে। মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এবছর লিচুর ফলন ভালো হয়েছে । কৃষক লিচু বিক্রি করে লাভবান হবেন।
×