ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে মাদক মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশিত: ২১:৪৮, ১৭ মে ২০২২

নারায়ণগঞ্জে মাদক মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে মাদক মামলায় দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে একটি আদালত। সাজাপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন- মাইন উদ্দিন (৪০) ও মাসুদ রানা (৩৩)। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি তাদেরকে ৩০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। রায়ের এ বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) জাসমীন আহমেদ। তিনি বলেন, ২০২০ সালের ২২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকা থেকে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ দুই আসামিকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি দল। তাদের কাছ থেকে একটি কাভার্ডভ্যান ও মোবাইল ফোন জব্দ করা হয়। পরে র‌্যাব বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত রায় ঘোষণা করেছেন। আদালত পুলিশের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান জানান, রায় ঘোষণাকালে আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত দুই আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
×