ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ বিদেশী সাহায্যের উপর নির্ভরশীল নয় : ড. মোঃ আব্দুর রাজ্জাক, এম.পি

প্রকাশিত: ২০:৪৮, ১৬ মে ২০২২

বাংলাদেশ বিদেশী সাহায্যের উপর নির্ভরশীল নয় : ড. মোঃ আব্দুর রাজ্জাক, এম.পি

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য, কৃষিমন্ত্রী, ড. মোঃ আব্দুর রাজ্জাক, এম.পি বলেছেন বাংলাদেশ তলাবিহীন রাষ্ট্র নয়। সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ বিদেশী সাহায্যের উপর নির্ভরশীল নয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ স্বয়ংসম্পূর্ন। মঙ্গা এখন দেশে নাই। মঙ্গা একটা গালি। কোন মানুষ আর এখন না খেয়ে থাকে না। বিএনপির উদ্দেশ্যে তিনি আরো বলেন, গণতন্ত্রের অর্থ সন্ত্রাস নয়। গণতন্ত্রের অর্থ এই নয় গাড়িতে আগুন দেয়া। আপনারা আন্দোলন করেন, সংগ্রাম করেন, মিছিল করেন আমরা সহযোগিতা করবো। যখন মানুষের জানমালের নিরাপত্তা থাকবে না। আইন শৃঙ্খলা বাহিনী এখন সুশৃঙ্খল এবং সক্ষম। তারা নিরব ভূমিকা পালন করবে না। আমরাও আওয়ামীলীগের নেতাকর্মীরা আন্দোলনের মোকাবেলা করবো। আসুন আমরা আজকের সম্মেলনে প্রতিজ্ঞা নেই যে কোন মূল্যে দেশের শৃঙ্খলা রক্ষা করবো। আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবো। নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে। নির্বাচনে সকলকে অংশ নেয়ার জন্য তিনি আহ্বান জানান। সোমবার সকালে পলাশ থানা উচ্চ বিদ্যালয় মাঠে পলাশ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ড. আনোয়ারুল আশরাফ খান (দীলিপ), এম.পির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এম.পি বলেছেন, এম.পি আসবে এম.পি যাবে দলের দুর্দিনে যারা দলের পাশে দাড়াতে পারবে, প্রতিবাদ করতে পারবে, তাদেরকে নেতৃত্বে দিতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এম.পি বলেছেন, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। লক্ষ লক্ষ কি.মি. রাস্তা শেখ হাসিনা নির্মাণ করেছেন। যেখানে পাঁকা রাস্তা হয়ে গেছে, বিদ্যুৎ পৌছে গেছে সেই গ্রাম আর এখন গ্রাম নেই। শহরে রূপান্তরিত হয়েছে। দেশ এখন উন্নয়নের রোল মডেল। সম্মেলনে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি, বাংলাদেশ আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, এম.পি, লে. কর্ণেল নজরুল ইসলাম (বীরপ্রতিক), এম.পি, জহিরুল হক ভূইয়া মোহন, এম.পি, তামান্না নুসরাত বুবলী, এম.পি, বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, কার্যনির্বাহী সদস্য এড. রিয়াজুল কবির কাওছার, সাবেক এম.পি কামরুল আশরাফ খান পোটন, নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি.এম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার লাইলীসহ নরসিংদী জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে ডা. আনোয়ারুল আশরাফ খান (দীলিপ), এম.পি ও জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজীকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
×