ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বৃষ্টির প্রত্যাশায় দেশজুড়ে ইস্তিস্কার নামাজ আদায়

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২:২৮, ২৫ এপ্রিল ২০২৪

বৃষ্টির প্রত্যাশায় দেশজুড়ে ইস্তিস্কার নামাজ আদায়

বৃষ্টির প্রত্যাশায় ইস্তিস্কার নামাজ আদায়ের পর বিশেষ মোনাজাত করা হচ্ছে

চলমান দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রত্যাশায় দেশজুড়ে বিশেষ ইস্তিস্কার নামাজ আদায় করা হয়। দেশের বিভিন্ন জেলা-উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, খোলা মাঠ, খেলার মাঠসহ মসজিদ-মাদ্রাসার মাঠ অথবা  খোলাস্থানে এই নামাজ আদায় করা হয়। নামাজে অংশ নেন বিভিন্ন বয়সের মুসল্লিরা। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো। 
নামাজ শেষে বৃষ্টির আশায় করা হয় বিশেষ মোনাজাত। মুসল্লিরা কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে তাপপ্রবাহ থেকে মুক্তি চান। 
নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, বৃষ্টি না হওয়ায় দেশজুড়ে প্রকৃতি উত্তপ্ত হয়ে উঠেছে। স্বাভাবিক জীবন যাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। কৃষি ক্ষেত্রে নেমেছে বিপর্যয়। তাপপ্রবাহের কারণে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। আমরা এ থেকে মহান আল্লাহর কাছে পরিত্রাণ চাই।

যেসব স্থানে এই বিশেষ নামাজ আদায় করা হয়েছে ওই স্থানগুলো হলো-রাজশাহী, দিনাজপুর, বান্দরবান, গফরগাঁও, গাইবান্ধা, নওগাঁ, টাঙ্গাইল, বরগুনা, মুন্সীগঞ্জ, নাটোর, ঝালকাঠি, চাঁদপুর, ভোলা, মেহেরপুর, বরিশাল, বাগেরহাট, ঝিনাইদহ, পিরোজপুর, গোপালগঞ্জ, রংপুর, ঠাকুরগাঁও, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), সৈয়দপুর (নীলফামারী), টঙ্গী (গাজীপুর)।

×