ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

‘লেডি লাক’ মিচেল স্টার্ক!

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫৯, ৫ মে ২০২৪

‘লেডি লাক’ মিচেল স্টার্ক!

মিচেল স্টার্ক ও স্ত্রী অ্যালিসা হিলি

আইপিএলের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ প্রায় ২৫ কোটি রুপিতে এবার মিচেল স্টার্ককে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় টি২০ টুর্নামেন্টে মাঠের ক্রিকেটে মোটেই প্রত্যাশা পূরণ করতে পারছিলেন না ৩৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান তারকা পেসার। ৮ ম্যাচে শিকার সংখ্যা মাত্র ৭ উইকেটও পাচ্ছিলেন না, দেদার রান বিলিয়ে দলকে ডোবাচ্ছিলেন। অনেক কিংবদন্তি ক্রিকেটারও বলছিলেন, রেকর্ড মূল্যের মানসিক চাপ আরও জেঁকে ধরেছে তাকে।

তবে কেকেআর ম্যানেজমেন্ট আস্থা রেখে গেছে। অবশেষে জ্বলে উঠলেন। ওয়াংখেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দারুণ জয়ের দিনে ৩৩ রানের বিনিময়ে নিলেন ৪ উইকেট। এদিন গ্যালারিতে বসে খেলা দেখেছেন স্টার্কের স্ত্রী অস্ট্রেলিয়া জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলি। মাঠে একের পর এক ডেলিভারিতে আগুন ঝরাচ্ছিলেন স্টার্ক আর টিভি ক্যামেরায় ভেসে উঠছিল হিলির মুখ!
ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে স্টার্কের দুর্দান্ত ইয়র্কার ছিটকে দেয় জেরাল্ড কোয়েৎজের মিডল স্টাম্প।

ওয়াংখেড়ে দীর্ঘ ১২ বছরের অপেক্ষার পর অবশেষে জয়ের উল্লাসে মাতে কেকেআর শিবির। তারকাখচিত মুম্বাইকে প্রায় ছিটকে দিয়ে প্লে-অফের দিকে আরেক ধাপ এগিয়ে যায় কলকাতা। ৪ শিকারে আসরে ৯ ম্যাচে এখন তার উইকেট ১১টি। অথচ এর আগের ম্যাচগুলোতে বল হাতে রান ঠেকাতে হিমশিম খাচ্ছিলেন স্টার্ক, যে কারণে তার বাড়তি দাম নিয়ে নেতিবাচক সব আলোচনা হয়েছে।

×