ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ডিজিটাল ল্যাবের ১৭টি ল্যাপটপ চুরি

প্রকাশিত: ১৬:২১, ১৯ এপ্রিল ২০২২

ডিজিটাল ল্যাবের ১৭টি ল্যাপটপ চুরি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা স্কুল এ্যান্ড কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১৭টি ল্যাপটপ ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে প্রজেক্টর চুরি করে নিয়েছে সংঘবদ্ধ চোরেরা। এ ঘটনায় কলেজ অধ্যক্ষ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। আজ মঙ্গলবার সকালে মামলা দায়েরের সত্যতা স্বীকার করে থানার ওসি মোঃ গোলাম ছরোয়ার বলেন, চোরদের সনাক্ত করে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। সূত্রমতে, বাগধা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের জন্য সরকারীভাবে ১৭টি ল্যাপটপ বরাদ্দ করা হয়। রবিবার রাতে বিদ্যালয় ও কলেজের নৈশ প্রহরী জালাল সরদার একটি রুমে ঘুমিয়ে ছিলেন। তার রুমের বাহির থেকে শিকল দিয়ে আটকে রেখে রুমের তালা ভেঙ্গে সংঘবদ্ধ চোরেরা ল্যাবের ১৭টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। একইরাতে পাশ্ববর্তী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষের তালা ভেঙ্গে স্কুলের প্রজেক্টর নিয়ে যায় চোরের দল। উভয় চুরির ঘটনায় সোমবার বিকেলে থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে রাতে মামলা রুজু করা হয়।
×