ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ভোলায় শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও ডাটাবেজ কর্মসূচীর উদ্বোধন

প্রকাশিত: ১৪:৪৪, ৬ মার্চ ২০২২

ভোলায় শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও ডাটাবেজ কর্মসূচীর উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহন উপজেলায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকালে লালমোহন হাজি মোঃ নূর ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় ও একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। তিন মাসব্যাপী এ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, লালমোহনের সকল উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করার মধ্যদিয়ে তথ্য সংগ্রহ ও ইউনিয়ন আইডি জন্য ডাটাবেজ তৈরি করা হবে। সেই ডিজিটাল ডাটাব্যাইজে প্রতিটি শিক্ষার্থীর পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার রেজাল্টসহ সকল তথ্য এই ইউনিক আইডিতে সংরক্ষিত থাকবে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আরো একধাপ এগিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন। পরে হাজি মোঃ নূর ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় কলেজের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক ও জঙ্গীবাদ বিরোধী শপথ পড়ানোর পাশাপাশি বিনামূল্যে বই বিতরণ করা হয়। হাজি মোঃ নূর ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুরুল আমিন শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভোলা জেলে প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবুল মমিন টুলু, ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন পৌর মেয়র এমদাদ হোসেন তুহিন প্রমুখ।
×