ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে আজ রাত ৮টার পর বন্ধ থাকবে দোকানপাট

প্রকাশিত: ১২:৪১, ২৯ জানুয়ারি ২০২২

রাজশাহীতে আজ রাত ৮টার পর বন্ধ থাকবে দোকানপাট

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে আজ শনিবার রাত ৮টার পর থেকে সব দোকানপাঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাত ৮টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করবে জেলা প্রশাসন। দেশে করোনার নতুন ধরণ ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে প্রতিদিনই রাজশাহীতে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণের লাগাম টানতে দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান সীমিত রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল সাংবাদিকদের জানিয়েছেন, জেলা পর্যায়ের করোনা সংক্রান্ত কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানেই সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এনিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসন। এদিকে রাজশাহী নগরজুড়ে জনসমাগম সীমিত করতে শুক্রবার সন্ধ্যা থেকেই নগরীর বিভিন্ন এলাকায় মাইকিং শুরু করেছে নগর পুলিশের বিভিন্ন ইউনিট। এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, আজ (শনিবার) থেকে দোকানপাট খোলা রাখার জন্য সময় সীমিত করা হবে।
×