ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে অতিরিক্ত পুলিশ সুপার ও বেপজার ৭ কর্মকর্তা করোনা আক্রান্ত

প্রকাশিত: ১৭:২৯, ২৫ জানুয়ারি ২০২২

নীলফামারীতে অতিরিক্ত পুলিশ সুপার ও বেপজার ৭ কর্মকর্তা করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলায় গত ২৪ ঘন্টায় অতিরিক্ত পুলিশ সুপার, উত্তরা ইপিজেডের বেপজার ৭ জন কর্মকর্তা সহ নতুন করে ৩৮ জন করোনা আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় পিসিআর ল্যাব টেস্ট, র‍্যাপিড এন্টিজেন টেস্ট, জিন-এক্সপার্ট টেস্ট রির্পোটে জেলার ১০১ জনের নমুনা পরীক্ষায় উক্ত রির্পোট পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবীর। সংক্রমণের হার ৩৭ দশমিক ৬২। তিনি জানান, বর্তমানে জেলায় ১২৭ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। আক্রান্তরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ নিজ বাসায় চিকিৎসা প্রদান করা হচ্ছে। আজ মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুম সুত্র মতে যে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে জেলা সদরে ৬৮ নমুনায় উপজেলায় ২৬ জন ও সৈয়দপুর উপজেলায় ২০ নমুনায় ১২ জন। উল্লেখ যোগ্য আক্রান্তদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) এ,এস,এম মুক্তারুজ্জামান(৩৭) ও উত্তরা ইপিজেডের বেপজার ৭ জন কর্মকর্তা খালেদ(৪২), রেজা হাসান খান(৩৩), রায়হান মোল্লা(২৮), অহেদুজ্জামান(৩১), নাসরিন নাহার(২৮), সাদিকা ইয়াসমিন(২৮) ও মায়া(৩৫) । অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজহারুল ইসলাম জানান, জেলায় মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা কমে গেছে। স্বাস্থ্যবিধিও মানছেন না অনেকে। এতে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হচ্ছে।
×