ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চলন্ত বাসে ডাকাতি অবশেষে সাভার থানায় মামলা

প্রকাশিত: ২০:০৩, ১৮ জানুয়ারি ২০২২

চলন্ত বাসে ডাকাতি অবশেষে সাভার থানায় মামলা

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ চলন্ত বাসে ডাকাতির ঘটনার তিনদিন পর সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম। উল্লেখ্য, গত শুক্রবার বগুড়ার ঠনঠনিয়া বাসস্ট্যান্ড থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় সোনার তরী পরিবহন নামে একটি বাস। পরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার গেন্ডা এলাকায় পৌঁছলে যাত্রীবেশে থাকা ডাকাত দলের সদস্যরা চালক, হেলপার ও সুপারভাইজারকে অস্ত্রে মুখে জিম্মি করে বাসটি নিয়ন্ত্রণ নিয়ে বাস ঘুরিয়ে টাঙ্গাইলের মির্জাপুর এলাকার দিকে রওনা দেয়। পরে যাত্রীদের লুট করে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে বাসটি রেখে পালিয়ে যায় । এ ঘটনার পর বিষয়টি নিয়ে পরিবহনটির চালক মোঃ পাভেল বিভিন্ন থানায় তিনদিন ঘুরে মামলা না হওয়ায় বিভিন্ন সংবাদ মাধ্যমে আসলে গতকাল সোমবার রাতে সাভার মডেল থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়।
×