ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রবিবার রংপুর বিভাগী সদর কমপ্লেক্সের উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২০:৩০, ১৫ জানুয়ারি ২০২২

রবিবার রংপুর বিভাগী সদর কমপ্লেক্সের উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সরকারী সেবা নিতে আসা মানুষের ভোগান্তি কমাতে ১১ বিভাগীয় সদর দপ্তর নিয়ে চালু হচ্ছে রংপুর বিভাগীয় কমপ্লেক্স। রবিবার (১৫ জানুয়ারি)সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী রুক্ত হয়ে রংপুর বিভাগী সদর কমপ্লেক্সের উদ্ধোধন করবেন। উদ্ধোধন উপলক্ষে শনিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের হল রুমে সংবাদ সন্মেলনে বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভূঞা জানান, রংপুর নগরীর পুরাতন রেডিও সেন্টারের পাশে ১৫ একর জমির উপর ৮৯ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে রংপুর বিভাগীয় সদর দপ্তর নির্মাণ করা হয়েছে। এখানে রয়েছে ১১টি বিভাগীয় অফিস। বিভাগীয় কমিশনার সংবাদ সন্মেলনে বলেন, রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সরকারী সেবা নিতে আসা মানুষের ভোগান্তি কমাতে এই ভবনের সরকারী পরিসেবার এই অফিসগুলো রয়েছে। মানুষ যাতে অল্প সময়ে সরকারী সেবা নিতে পানের তার জন্য সরকার এই ব্যবস্থা করেছেন। সংবাদ সন্মেলনে বলা হয়,২০১৩ সালের ৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ৩ বছর ২ মাস পর ২০১৬ প্রায় ১ লা সেপ্টেম্বর মাসে এর নির্মাণ কাজ শুরু হয়। তিন দফা কাজ পিছিয়ে গত বছরের জুন মাসে বিভাগীয় সদর দপ্তরের নির্মাণ কাজ শেষ করা হয়। নির্মাণ কাজ শেষে করতে সরকারের ব্যয় হয় ৮৯ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। এতে সরকারের সাশ্রয় হয় ২ কোটি ৫০ লাখ টাকা। যা পরে সরকারের কোষাগারে ফেরত পাঠানো হয়। রংপুর বিভাগীয় সদর দপ্তরে রয়েছে সরকারী ১১টি অফিস। এরমধ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) কার্যালয়, পরিচালক স্থানীয় সরকার কার্যালয়, উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয়, বাংলাদেশ কর্মচারী কল্যান বোর্ড কার্যালয়, পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়, যুগ্ন নিবন্ধক বিভাগীয় সমবায়ের কার্যালয়, ডিভিসনাল কন্ট্রোলার আব একাউন্স এর কার্যালয়, বিভাগীয় পরিসংখ্যানের কার্যালয়, বাংলাদেশ রোড় ট্রান্সপোর্ট অথরিটির কার্যালয় ও বিগীয় পরিচালক পরিবার, পরিকল্পনা এর কার্যালয়। ১০ তলা এই ভবনের নীচ তলা ১৬ হাজার ৭১১ বর্গফুট, দ্বিতীয় তলা ২১ হাজার ৩ বর্গফুট তৃতীয় তলা ১৯ হাজার ৮ শত ৫ বর্গফুট, চতুর্থ তলা ২৩ হাজার ৭ শত ২৯ বর্গফুট, পঞ্চম তলা ১৬ হাজার ৪ শত ৬১ বর্গফুট, ষষ্ট তলা ১৬ হাজার ৪ শত ৬১ বর্গফুট, সপ্তম তলা ১৭ হাজার ৯ শত ৩৫ বর্গফুট, অষ্টম তলা ১৭ হাজার ৯ শত ৩৫ বর্গফুট,নবম তলা ১৭ হাজার ৯ শত ৩৫ বর্গফুট, ও দশম তলা হবে ১৬ হাজার ৪ শত ৬১ বর্গফুট। রংপুর বিভাগীয় সদর দপ্তরে মূল ভবনটি গড়ে তোলা হয়েছে প্রায় ৭০ শতাংশ জমির উপর। এতে ব্যয় হয়েছে ৫৩ কোটি টাকা। এছাড়াও অভ্যনতরিন সড়ক, সীমানা প্রাচীর, নিরাপত্তা চৌকি হয়েছে সেখানে। এছাড়াও সেখানে ১৪ কেটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে ৭ শত ২০ আসনের একটি পাল্টি পারপাস (স্টীল স্ট্রাকচার ) অত্যাধুনিক হল। যা দেশের মধ্যে প্রথম অত্যাধুনিক হল। এই হলটিতে রয়েছে আধুনিক আলোসজ্যা, সাউন্ড সিস্টেম, সেন্ট্রাল এসি, কফি কর্ণারসহ সকল ধরনের সুযোগ সুবিধা। রংপুর বিভাগীয় সদর দপ্তরে রয়েছে অগ্নি নির্বাপনের আধুনিক সকল ব্যবস্থা। ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে সাথে সাথে ঘন্টা বেজে উঠবে। অগ্নি নির্বাপনের জন্য রয়েছে ৪৫ হাজার গ্যালন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি পানির রিজার্ভ ট্যাংক। রংপুর বিভাগীয় সদর দপ্তরে দ্বিতীয় পর্যায়ে সেখানে নির্মাণ করা হবে বিভাগীয় কমিশনার ও ডিআইজির বাসভবন, কর্মকর্তাদের জন্য বাসভবন, অফিচার্জ ক্লাবসহ আবাসিক ভবন, বিদ্যুতের সাবস্টেশন।
×