ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পীরগঞ্জে মাদকের ছড়াছড়ি ॥ যুব সমাজ বিপদগামী

প্রকাশিত: ১৯:৪১, ৫ ডিসেম্বর ২০২১

পীরগঞ্জে মাদকের ছড়াছড়ি ॥ যুব সমাজ বিপদগামী

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ পীরগঞ্জ উপজেলার পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নে ব্যাপক হারে মাদকের ছড়াছড়ি। মাদকাসক্ত যুব সমাজ দিন দিন বিপদগামী হচ্ছে। বর্তমানে এ উপজেলায় মাদকাসক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফেন্সিডিল, ইয়াবা, গাজা, মরফিন ও হেরোইন বিক্রি করছে মাদক কারবারীরা। পৌর এলাকার ডাকবাংলো মাঠের পূর্ব পার্শ্বে কবরস্থান সংলগ্ন বস্তিতে, রেলস্টেশনের উত্তর পার্শ্বে হঠাৎপাড়া, কলেজবাজার আলীপুকুর ঈদগাঁও মাঠ, কাস্টমস অফিসের দক্ষিণে চায়ের দোকানে, গুয়াগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন এবং উপজেলার নারায়নপুর আমবালা মাদ্রাসা চত্বরে, পালিগাঁও, সেনুয়া, লোহাগাড়া বাজার, চাঁদপুর বাজার, নাকাটিহাট, বাঁশগাড়া, গোদাগাড়ী বাজার, জাবরহাট, রনশিয়া, বৈরচুনা, রাণীরঘাট, বেলদহী, ফকিরগঞ্জ, বোর্ডহাট, একান্নপুর বাগানবাড়ি, পটুয়াপাড়া, খটশিংগা বাজার সহ প্রায় ৫০টি স্পটে ৫শতাধিক মাদক কারবারীরা প্রকাশ্যে মাদক বিক্রি করছে। যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হওয়ার পাশাপাশি অপরাধ জনক কাজের সাথে জড়িয়ে পড়েছে। বাড়ছে মোটরসাইকেল চুড়ি, ছিনতাই, দস্যুতা সহ নানা অপরাধ জনক কাজে জড়িত হয়ে পড়েছে। গত ২ মাসে কয়েক জন শীর্ষ মাদক কারবারী মাদক সহ গ্রেফতার হলেও জামিনে মুক্তি পেয়ে পুনরায় তারা মাদক বিক্রি করছে। দ্রুত মাদক বিক্রিত স্থানে অভিযান চালানো সহ মাদক কারবারীদের গ্রেফতার করার জন্যে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
×