ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ক্রেতা সেজে বন্য হরিণ উদ্ধার

প্রকাশিত: ১৬:৩৩, ৪ ডিসেম্বর ২০২১

কক্সবাজারে ক্রেতা সেজে বন্য হরিণ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ হরিণ শিকারীদের কাছ থেকে ক্রেতা সেজে মায়া প্রজাতির মা হরিণ ও একটি শাবক উদ্ধার করেছে কক্সবাজার উত্তর বনবিভাগ। শুক্রবার বাঘখালী রেঞ্জ এর বাঘখালী বিটের উখিয়ারঘোনা নাপিতের ঘোনা গ্রামের রহমত উল্লাহর চেীধুরী খামার থেকে হরিণদু’টি উদ্ধার করা হয়। কয়েকদিন আগে এই হরিণদু’টি গভীর জঙ্গল থেকে জাল দিয়ে ধরা হয়। বনবিভাগের একটি টিম গোপণ সংবাদের ভিত্তিতে হরিণ দুইটি কোথায় আছে তা নিশ্চিত হয়ে রাতে অভিযান পরিচালনা করে। বাঘখালী বিট কর্মকর্তা রবিউল ইসলাম, সেভ দ্যা ন্যাচার বাংলাদেশ এর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও রামু থানার সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন বাঘখালী রেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান। বঙ্গবন্ধু সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শনিবার কক্সবাজার উত্তর বনবিভাগ দুটি হরিণ উদ্ধার করে বঙ্গবন্ধু সাফারী পার্কে হস্তান্তর করেছে। হরিণ দুটিকে স্বাস্থ্য পরীক্ষা করে আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি। মা হরিণ ও শাবক সুস্থ আছে। কক্সাবাজর উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার জানান, বন্যপ্রানী রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব্। এখানে কিছু অসাধু ব্যক্তি বন্যপ্রাণী ধরে দেশের বিভিন্ন জায়গায় পাচার করার চেষ্টা করছে। তাদের কঠোর হাতে দমন করা হবে।
×