ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রুপপুর প্রকল্পে গাড়ির ধাক্কায় বিদেশূ নাগরিকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ১৮:৩৩, ৩ ডিসেম্বর ২০২১

রুপপুর প্রকল্পে গাড়ির ধাক্কায় বিদেশূ নাগরিকের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর রুপপুরে নির্মানাধীন রুপপুর পারমানবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে (আরএনপিপি)পেলোডার গাড়ির ধাক্কায় কোনিরবিভ বাইরজান(৩৫) নামে এক কাজাকস্তানের নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা এগারোটায় কর্মরত অবস্থায় পেছন থেকে পেলোডা ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কোনিরবিভ বাইরজান রুপপুর প্রকল্পের রাশিয়ানদের মালিকানাধীন সাবঠিকাদারী প্রতিষ্ঠান নিকিমথের কর্মচারী ছিলেন। রাশিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠান নিকিমথ সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর কোনিরবিভ বাইরজান রুপপুর প্রকল্পের রাশিয়ান মালিকানাধীন নিকিমথের ইনষ্টল পদে যোগ দেন। এর পর থেকে তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় ঘটনার সময়ও তিনি কর্মরত থেকে মনোযোগী হয়ে দায়িত্ব পালন করাকালিন সময়ে রাশিয়ান মালিকানাধীন তেষ্ট রোসেম নামক কোম্পানীর পেলোডা গাড়ি তাকে ধাক্কা দেয়। অতিরিক্তি পুলিশ সুপার ফিরোজ কবীর জানান, মরদেহ উদ্ধার করে সুরুতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
×