ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটির সাজেকে পুড়েছে রিসোর্ট, রেস্তোরাঁ ও বসতবাড়ি

প্রকাশিত: ১১:৫৫, ২ ডিসেম্বর ২০২১

রাঙ্গামাটির সাজেকে পুড়েছে রিসোর্ট, রেস্তোরাঁ ও বসতবাড়ি

অনলাইন ডেস্ক ॥ রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটন এলাকা সাজেকে গভীর রাতের আগুনে পুড়েছে তিনটি রিসোর্ট, একটি রেস্তোরাঁ ও একটি বসতবাড়ি। জানা গেছে বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। দীঘিনালা থেকে আসা ফায়ারসার্ভিসের কর্মীদের সঙ্গে আগুন নেভাতে এলাকাবাসী ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা একযোগে কাজ কেরেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ এখনও জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহতও হননি। পাবর্ত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ভারত সীমান্তবর্তী সাজেক উপত্যকা এখন দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। বিগত বছরগুলেতে সাজেক উপত্যকায় গড়ে উঠেছে বিপুল সংখ্যক রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ। এর মধ্যে মারুয়ার্টি রেস্টুরেন্ট; অবকাশ, ইমানুয়েল ও মেঘছুট নামের তিনটি রিসোর্ট এবং জাকারিয়া লুসাই নামের এক ব্যক্তির বসতঘর ভষ্মীভূত হয়েছে ।
×