ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গরুর সঙ্গে বিমানের ধাক্কা ॥ চার আনসারকে প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ১৮:০২, ১ ডিসেম্বর ২০২১

গরুর সঙ্গে বিমানের ধাক্কা ॥ চার আনসারকে প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় রানওয়েতে থাকা দুইটি গরুর সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় চার আনসারকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় গঠন করা হয়েছে ৪সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। মঙ্গলবার কক্সবাজার বিমানবন্দরে বিমান বাংলাদেশের একটি বিমানের পাখায় সংঘর্ষের ঘটনায় দুইটি গরু মারা যায়। বিমানে থাকা ৯৪জন যাত্রী প্রত্যকেই অক্ষত আছেন। জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইএ-৪৩৮) ৯৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিমানটি উড্ডয়নের সময় ডান পাখার সঙ্গে রানওয়েতে থাকা দুটি গরুর ধাক্কা লাগে। তৎক্ষণাৎ গরু দুটি মারা যায়।
×