ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জলঢাকা আওয়ামী লীগের সভাপতি দল থেকে বহিষ্কার

প্রকাশিত: ১৭:৫৬, ২৭ নভেম্বর ২০২১

জলঢাকা আওয়ামী লীগের সভাপতি দল থেকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টুকে দল থেকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। আজ শনিবার জেলা আওয়ামী লীগের পক্ষে বিষয়টি গনমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে। দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় নির্দেশনা ছিল, আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কাজ করতে পারবেন না। নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে মাঠে নামবেন। এই নির্দেশনা অমান্য করে জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বালাগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে তার ছোট ভাইকে বিদ্রোহী প্রার্থী করে। পাশাপাশি তিনি জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়নে দলের কোন প্রার্থীর পক্ষে নৌকা প্রতিকে ভোট চেয়ে প্রচারনায় মাঠে কাজ করেননি। বরং তিনি নৌকা প্রতিকের প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন। বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মমতাজুল হক বলেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকায় তাঁকে কেন্দ্রীয় কমিটির নির্দেশে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। উল্লেখ যে এর আগে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করায় জলঢাকায় ৩ যুবলীগ নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছিল।
×