ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ের সীমান্তে গ্রামবাসীর তাড়া খেয়ে প্রাণ হারালো একটি নীলগাই

প্রকাশিত: ১৭:২৯, ২৭ নভেম্বর ২০২১

ঠাকুরগাঁওয়ের সীমান্তে গ্রামবাসীর তাড়া খেয়ে প্রাণ হারালো একটি নীলগাই

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তবর্তী মিনাপুর এলাকায় গ্রামবাসীর তাড়া খেয়ে প্রাণ হারালো বিলুপ্ত প্রজাতির একটি পুরুষ নীলগাই। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। স্থানীয়রা জানান, সন্ধ্যায় হঠাৎ সীমান্ত এলাকায় নীলগাইটি দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে হরিপুর থানা পুলিশ ও স্থানীয়রা সেটিকে আটক করে। পরে আটক নীলগাইটি কারিগাঁও বিজিবি ক্যাম্পের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। প্রত্যক্ষদর্শী আব্দুল জলিল বলেন, নীলগাইটিকে ধরার জন্য এলাকার মানুষ ও পুলিশ তৎপরতা চালায়। এসময় নীলগাইটি দ্রুতগতিতে ছোটাছুটি করছিল। একপর্যায়ে আঘাত পেয়ে জখম হয়। অপর প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন বলেন, দ্রুতগতিতে আসা নীলগাইটি থানা পুলিশ ও অর্ধশতাধিক লোকজন মিলিত হয়ে উদ্ধার করে পা বেঁধে নিরাপদে রাখে। পরে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। রাতে কারিগাঁও ক্যাম্পে চিকিৎসা দেয়া অবস্থায় নীলগাইটি মারা যায়। জমশেস আলী নামে একজন বলেন, আমি প্রথম নীলগাই দেখলাম। তবে শেষ পর্যায়ে কষ্ট পেয়েছি। নীলগাইটি নিজেকে বাঁচাতে বিভিন্ন চেষ্টা করে আঘাত পেয়ে মারাত্মকভাবে জখম হয়। পরে শুনলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হরিপুর সদর ইউনিয়নের এআই টেকনেশিয়ান (স্বেচ্ছাসেবী) জলিলুর রহমান জানান, পর্যাপ্ত পরিমাণ জখম হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে নীলগাইটি মারা যায়। কারিগাও বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার কফিল উদ্দিন বলেন, পুরুষ নীলগাইটি সীমানার ৩৫৩ নং পিলারের ২ এস এলাকা দিয়ে কাঁটাতার পার হয়ে উপজেলার মিনাপুর গ্রামে ঢুকে পরে। পরবর্তীতে পুলিশ ও এলাকাবাসী সেটিকে আটক করে। নীলগাই আটকের খবরে আমরা ঘটনাস্থলে যাই। নীলগাইটি যখন আমদের হাতে আসে তখন সেটি আঘাতপ্রাপ্ত ও জখম ছিল। তাৎক্ষণিকভাবে উপজেলার প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় নীলগাইটি মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানা পরিদর্শক (ওসি) তাজুল ইসলাম জানান, স্থানীয়দের সহযোগিতায় নীলগাইটি উদ্ধার করে সাথে সাথেই কারিগাঁও বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছিল।
×