ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় তীব্র শীতের সাথে বাড়ছে কুয়াশা

প্রকাশিত: ১২:০১, ২৫ নভেম্বর ২০২১

গাইবান্ধায় তীব্র শীতের সাথে বাড়ছে কুয়াশা

সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধায় জেলায় ক'দিন ধরে বৃদ্ধি পেয়েছে শীতের তীব্রতা। সেই সঙ্গে ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে পুরো গাইবান্ধা জেলা। বুধবার (২৪নবেম্বর) সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে কুয়াশা। রাত ১০ টার পর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো গাইবান্ধা জেলা।সেই সঙ্গে অনুভূত হচ্ছে তীব্র শীত।সরেজমিন শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাত ১০টার মধ্যেই জনশূন্য হয়ে পড়েছে শহরের ব্যস্ত রাস্তাসহ শহরের বিভিন্ন অলিগলি। মধ্যরাত পর্যন্ত যেসব দোকানপাট খোলা থাকে তার অধিকাংশই বন্ধ। চারদিকে নিশ্চুপ-নিরবতা। কোথাও কোনো সাড়াশব্দ নেই। একই চিত্র রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন জেলার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায়। মহাসড়ক সংলগ্ন হওয়ায় দিন-রাত ২৪ ঘন্টা মানুষের আনাগোনা চলতে থাকে। শহরের মোড়ে মোড়ে কিছু হোটেল, কনফেকশনারী, পানের দোকান, ফলের দোকান সারারাত খোলা থাকলেও বর্তমানের চিত্র একদমই আলাদা। এ যেন অপরিচিত কোনো শহর। কোনো মিল নেই ক’দিন আগের সঙ্গে। যে মহাসড়কে বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহনের ব্যস্ততায় গভীর রাত পর্যন্ত মহাসড়ক পার হতে বেশ সময়-সাবধানতা অবলম্বন করতে হতো, সে মহাসড়ক দেখে মন হচ্ছিল যেন হরতাল চলছে। দীর্ঘসময় পরপর চলছে গাড়ী। যাত্রী থাকায় সারারাত বাসস্টান্ড-সড়কগুলোতে রিক্সা- ভ্যান চলাচল করলেও এখনকার চিত্র উল্টো। অপরদিকে, গরম কাপড়ের স্বল্পতায় দুর্ভোগে পড়েছে জেলার নদ-নদীর অববাহিকার ১৬৫টি চরাঞ্চলে বসবাসকারী অতিদরিদ্র মানুষজন। শীতের তীব্রতা বাড়তে থাকায় স্বাভাবিক কাজ কর্ম করতে পারছেন না তারা। এছাড়া ঘন কুয়াশার কারণে চলতি ইরি-বোরো মৌসুমে কৃষকরা জমিতে স্বাভাবিক কাজ করতে পারছেন না।
×