ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পায়রা নদীতে ইলিশ না পাওয়ায় হতাশ জেলেরা

প্রকাশিত: ১৪:৫৯, ২৭ অক্টোবর ২০২১

পায়রা নদীতে ইলিশ না পাওয়ায় হতাশ জেলেরা

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ অবরোধ শেষে তিন দিনেও পায়রা নদীতে রুপালী ইলিশের দেখা নেই। খালী হাতে ফিরছে জেলেরা। ইলিশ না পাওয়ায় হতাশ তারা। জেলেদের জালে ইলিশ ধরা না পরায় তারা পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করছে। দ্রুত সরকারী সহায়তা দাবি করেছেন জেলেরা। ইলিশ গবেষক ড. মোঃ আনিছুর রহমান বলেন, অক্টোবর মাসের শেষ ভাগে এবং পুরো নবেম্বর মাসে তাপমাত্রা কমে যাওয়ায় সাথে সাথে নদীতে ইলিশ কমে যায়। ওই কারনে পায়রা নদীতে ইলিশ কমে যেতে পারে। জানাগেছে, গত ২৫ অক্টোবর মধ্যরাতে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। ওইদিন মধ্য রাত থেকেই উপকুলীয় ১৪ হাজার ৬’শ ৮৯ জন জেলে নদীতে ইলিশ শিকারে নেমে পড়েছেন। জেলেরা আশায় বুক বেঁধেছিল অবরোধ শেষে নদীতে ঝাঁকে ঝাঁকে রুপালী ইলিশ ধরা পরবে। কিন্তু জেলেদের সেই স্বপ্ন ফিফে হয়ে গেছে। অবরোধ শেষের তিন দিনেও পায়রা নদীতে ইলিশের দেখা নেই। জেলেরা নদী থেকে খালী হতে ফিরে আসছে। ইলিশ না পাওয়ায় তারা পরিবার পরিজন নিয়ে কষ্ট ও হতাশায় দিন কাটাচ্ছেন বলে জানান জেলেরা। তালতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন ও নদীতে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে পায়রা নদীতে জেলেদের জালে তেমন ইলিশ ধরা পড়ছে না। তিনি আরো বলেন, জেলেদের জালে কিছু ইলিশ ধরা পরলেও তা অধিকাংশই জাটকা ইলিশ। বাংলাদেশ মৎস্য গবেষনা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. মোঃ আনিছুর রহমান বলেন, অক্টোবর মাসের শেষ ভাগে এবং পুরো নভেম্বর মাসে তাপমাত্রা কমে যাওয়ায় নদীতে ইলিশ কমে যায়। এছাড়া নব্যতা সংঙ্কটসহ নানাবিধ কারনে নদীতে ইলিশ কমে যেতে পারে। তিনি আরো বলেন, ইলিশ দলবদ্ধভাবে চলাচলা করে। অবরোধের কারনে সাগর ও নদীতে ইলিশ অবাধ বিচরন করেছে। পায়রা নদীতে ইলিশ ধরা না পড়লেও কোথাও না কোথাও ইলিশ ধরা পড়ছে।
×