ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জ বাজারে ৪টি দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ২১:০৬, ২৫ অক্টোবর ২০২১

মুন্সীগঞ্জ বাজারে ৪টি দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও বাজারে স্টুডিও, কসমেটিকসহ ৪টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় দোকানে থাকা বিভিন্ন মালামাল ও আসবাবপত্র পুড়ে প্রায় ১০/১২ লাখ টাকার ক্ষতি হয়। গত রবিবার দিবাগত গভীর রাতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আসতে বিলম্ব হওয়ার অভিযোগে ফায়ার সার্ভিসের গাড়িতে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে বাড়ৈগাঁও বাজার চৌরাস্তা সংলগ্ন ব্যবসায়ী লিমন, নাঈম, রুবেল ও তাজুল ইসলামের দোকানে আগুন লাগে। এলাকাবাসী আগুন নিভানোর চেষ্টা করেও দোকানের শেষ রক্ষা হয়নি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে বিলম্ব করার অভিযোগ করেন তারা। ভূক্তভোগী দোকানীরা বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরী হওয়ায় ততক্ষণে দোকান পুড়ে ছাই গেছে। ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের কারণ জানাতে পারেননি তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক ব্যক্তি জানান, উপস্থিত এলাকাবাসীর ঢিল ছুড়ে মারার ঘটনাটি দুঃখজনক। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করা হয়েছে। এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের (ভারপ্রাপ্ত) অফিসার মো. মাহফুজ রিবেন জানান, রাত ৩ টা ২২ মিনিটে ফোন পেয়ে আমরা ৩ টা ৩৪ মিনিটে বাড়ৈগাঁও বাজারে যাই। এ সময় আমাদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়া হচ্ছে। সামনে যেতে বাঁধা দেওয়া হয়। সোমবার সকালে ফায়ার সার্ভিসের মুন্সীগঞ্জের উপ-সহকারী পরিচালক মোস্তফা মহাসিন স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
×