ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদ্রাসার নাম পরিবর্তন নিয়ে পটিয়ায় সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ১৮:৩৪, ২২ অক্টোবর ২০২১

মাদ্রাসার নাম পরিবর্তন নিয়ে পটিয়ায় সংঘর্ষে নিহত ১

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের পটিয়ায় একটি মাদ্রাসার নাম পরিবর্তন ও দখল নিয়ে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোল্লাপাড়া আহমদিয়া ফোরকানিয়া মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা রুহুল আমিন চৌধুরী (৬৫)। তিনি ওই এলাকার মৃত শফিউর রহমান চৌধুরীর পুত্র। ঘটনার পর স্থানীয় লোকজন বৃদ্ধ রুহুল আমিনকে পটিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে উপজেলার আশিয়া ইউনিয়নে আহমদিয়া ফোরকানিয়া মাদ্রাসা রুহুল আমিন প্রতিষ্ঠা করেন। এতে ভুমিদাতা ছিলেন রুহুল আমিন, কবির আহমদ ও নুরুল আমিন। মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে এবতেদায়ী মাদ্রাসা হিসেবে স্বীকৃতিও পেয়েছে। এর মধ্যে একই এলাকার মো. জামাল উদ্দিন দায়িত্ব নিলে মাদ্রাসার নাম পরিবর্তন করে কবির-জরিনা মাদ্রাসা নামকরণ করা হয়। এই নামকরন নিয়ে দীর্ঘদিন ধরে দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে বাকতিন্ডা হয়। এতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা রুহুল আমিনকে কে বা কারা ধাক্কা দেন বলে রুহুল আমিনের চাচাতো ভাই মো. নাসির হায়দার অভিযোগ করেন। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, মাদ্রাসার নামকরন নিয়ে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দুইপক্ষের বাকবিতন্ডা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা রুহুল আমিন ঝগড়া থামাতে গিয়ে এক পর্যায়ে মাটিতে লুটে পড়ে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি।
×