ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে গাইবান্ধায় সম্প্রীতি র‌্যালী

প্রকাশিত: ১৬:৪৬, ১৯ অক্টোবর ২০২১

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে গাইবান্ধায় সম্প্রীতি র‌্যালী

সংবাদদাতা, গাইবান্ধা ॥ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক-মৌলবাদীদের ইন্ধনে সংঘটিত বর্বরোচিত সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে গাইবান্ধায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ মঙ্গলবার বঙ্গবন্ধুর স্বপ্ন সাম্য ও শান্তি বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে সম্প্রীতি র‌্যালী এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সকালে দলের জেলা কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি র‌্যালী বের হয়ে বৃষ্টির মধ্যে শহর প্রদক্ষিণ করে। পরে ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সাংগঠনিক সম্পাদক খান মো. সাঈদ হোসেন জসিম, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হোসেন লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীব, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফ সরকার, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ আকন্দ প্রমুখ। বক্তারা, পূজা মণ্ডপে ও বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের তীব্র নিন্দা জানিয়ে সাম্প্রদায়িক দুর্বৃত্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। তারা অপশক্তির বিরুদ্ধে সর্বদা সজাগ থাকার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
×