ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সম্প্রীতি বিনষ্টে বিএনপি জামাতের কোন ষড়যন্ত্র বরদাশত করা হবে না : ক্রীড়ামন্ত্রী

প্রকাশিত: ২২:০৩, ১৪ অক্টোবর ২০২১

সম্প্রীতি বিনষ্টে বিএনপি জামাতের কোন ষড়যন্ত্র বরদাশত করা হবে না : ক্রীড়ামন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে বিএনপি জামাত শিবিরের কোন ষড়যন্ত্র সরকার বরদাশত করবে না। তাদের অপকর্ম কঠোর হস্তে দমন করবে শান্তি প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। বিএনপি জামাত চক্রটি দেশে একটার পর একটা ষড়যন্ত্র তৈরী করে বিশৃঙ্খলা করতে চাইছে। তাদের এসব অপচেষ্টার বিরুদ্ধে সরকার সোচ্চার। প্রতিমন্ত্রী রাসেল বৃহস্পতিবার রাতে টঙ্গী বাজার তুরাগ নদীর তীরে শারদীয় দুর্গাপূজা উৎসবের পূজামন্ডপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন, পূজামন্ডপ সভাপতি বাবু রনজিত কুমার দাস। বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর দক্ষিণ পুলিশের উপপুলিশ কমিশনার ইলতুৎমিশ, হাসিবুল আলম, ওসি জাবেদ মাসুদ, গিয়াসউদ্দিন সরকার, নূরুল ইসলাম নূরু, আমান উদ্দিন সরকার, ওয়াদুদুর রহমান, মজিবুর রহমান, কাজী মোহাম্মদ সেলিম, হাজী শাহ আলম, ফয়েজ আহমেদ বাবু, মশিউর রহমান সরকার বাবু, ওমর ফারুক মিলন, রাশেদ চৌধুরী ও আবদুস সালাম বেপারী প্রমুখ। মন্ত্রী রাসেল তাঁর বক্তব্যে হিন্দু ধর্মাবলম্বীদের শান্তির নিশ্চয়তা দিয়ে আরো বলেন, কারো বিচলিত হবার কারন নেই। সরকার পুরো দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। সরকার অপকর্মকারীদের বিরুদ্ধে সরকার সজাগ রয়েছে। দেশ সুন্দর ভাবে চলছে, এটি বিনষ্ট করতে দেয়া হবে না। ফেসবুকে গুজব ছড়িয়ে অঘটন ঘটানো যাবে না। কোন গুজব শেয়ার লাইক বা পোস্ট করবেন না। ষড়যন্ত্রকারীরা চায় ফেসবুকে গুজব ছড়িয়ে পড়ুক। বিএনপি জামাত শিবিরের পায়ের নিচে মাটি নেই, তাই তারা গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা করে ফায়দা লুটতে চায়।
×