ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে করোনার গণটিকা কার্যক্রম শুরু

প্রকাশিত: ১৬:১১, ২৮ সেপ্টেম্বর ২০২১

গোপালগঞ্জে করোনার গণটিকা কার্যক্রম শুরু

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে লক্ষাধিক মানুষকে করোনার টিকা দানের লক্ষ্য নিয়ে গণটিকা কার্যক্রম শুরু করেছে জেলার স্বাস্থ্য-বিভাগ। মঙ্গলবার সকাল ৯টায় জেলার ৫ উপজেলায় একসঙ্গে এ কার্যক্রম শুরু হয়। সিভিল-সার্জন অফিসসূত্রে জানা গেছে, জেলার সদর পৌরসভা ও ৬৯টি ইউনিয়নে মোট ২ শ’ ১৬টি ভেন্যুতে এ টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। কর্মসূচী ফল করতে ৪ শ’ ৩২ জন টিকাদান কর্মী ও ৬ শ’ ৮৪ জন স্বেচ্ছাসেবক কাজ করছে। প্রতিটি ভেন্যুতে অন্ত:ত ৫ শ’ জনকে অর্থাৎ জেলায় মোট ১ লক্ষ ৮ হাজার টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে সরকারি নির্দেশনা মেনে টিকা গ্রহণ এবং টিকা গ্রহণের পরেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য-বিভাগ।
×