ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবশেষে জাতীয় পরিচয়পত্র নিয়ে করোনার টিকা গ্রহণ করলেন সন্তু লারমা

প্রকাশিত: ১৭:২৩, ২৭ সেপ্টেম্বর ২০২১

অবশেষে জাতীয় পরিচয়পত্র নিয়ে করোনার টিকা গ্রহণ করলেন সন্তু লারমা

নিজস্ব সংবাদদাতা রাঙ্গামাটি ॥ অবশেষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি তথা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা ওরফে সন্তু লারমা জাতীয় পরিচয় পত্র নিয়েছেন। জেএসএস সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নসহ সরকারের নিকট নানা দাবি করে আসছেন। তা বাস্তবায়ন না হওয়ায় এতদিন তিনি জাতীয় পরিচয় পত্র নেয়নি। কিন্তু সম্প্রতি সময় করোনা মহামারির টীকা নেয়ার জন্য অবশ্যই জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন হয়। তাই সন্তু লারমা গত ২৯ আগস্টে জেলা নির্বচন অফিসে গিয়ে জাতীয় পরিচয় পত্রের তথ্য দিয়ে জাতীয় পরিচয় পত্র নেন বলে জেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান তথ্যটি নিশ্চিত করেছে। এরপর তিনি করোনা মহামারির টীকাও গ্রহণ করেছেন স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। সুদীর্ঘ ৭৯ বছর বয়সে এসে তিনি জাতীয় পরিচয় পত্র ও করোনার টীকা গ্রহণ করলেন।
×