ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নান্দাইল-ত্রিশাল সড়ক ॥ ঢাকার সঙ্গে নান্দাইলের দূরত্ব কমলো ৫০ কিলোমিটার

প্রকাশিত: ১৬:০৪, ২০ সেপ্টেম্বর ২০২১

নান্দাইল-ত্রিশাল সড়ক ॥ ঢাকার সঙ্গে নান্দাইলের দূরত্ব কমলো ৫০ কিলোমিটার

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ ॥ নান্দাইল-ত্রিশাল আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন দুটি সেতু তৈরির কাজ চলমান আছে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সমাবেশে ১২০ কোটি টাকা ব্যয়ে সড়কটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সড়কটি চালু হওয়ার পর নান্দাইল থেকে ঢাকার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার কমে আসলো। স্থানীয় সূত্রে জানা গেছে, নান্দাইল থেকে যে কোন যানবাহন ময়মনসিংহ শহর হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে রাজধানী শহরে যেতে হত। এখন নান্দাইল-ত্রিশাল সড়ক নির্মাণের পর উপজেলার কানুরামপুর থেকে ত্রিশাল হয়ে ঢাকা-ময়মনসিংহ সড়ক দিয়ে সহজেই রাজধানীতে প্রবেশ করতে পারছে যানবাহন। এতে নান্দাইল থেকে ঢাকার দূরত্ব কমে গেছে প্রায় ৫০ কিলোমিটার। জানা গেছে, নান্দাইল থেকে ময়মনসিংহ শহর হয়ে ঢাকার দূরত্ব ১৭১ কিলোমিটার। অপরদিকে নান্দাইল-ত্রিশাল সড়ক দিয়ে ঢাকার দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। এই হিসেব বলছে আঞ্চলিক সড়কটি নির্মাণের ফলে ৫০ কিলোমিটার দূরত্ব কমে গেলো। নান্দাইল থেকে ঢাকায় নিয়মিত যাতায়াত করেন এমন কয়েক জনের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সড়ক চালু হওয়ার পর ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছে। সড়কটির বিষয়ে ময়মনসিংহ-৯(নান্দাইল) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন, নান্দাইল-ত্রিশাল সড়ক এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। সড়কটির গুরুত্ব তুলে ধরে তিনি সড়ক ও যোগাযোগ মন্ত্রী বরাবর ডিও লেটার দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে এটি অনুমোদন হয়। ১৮ সালের ২ নবেম্বর জেলা আওয়ামী লীগের এক সমাবেশে যোগদান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। নান্দাইল জোনের সড়ক ও জনপদের উপসহকারী প্রকৌশলী বাবুল হোসেন বলেন, গত বছরই সড়কের কাজ শেষ হয়ে গেছে। এখন দুটি সেতুর কাজ চলমান রয়েছে। সড়কটি অর্ধেকের কিছু বেশির অংশ পড়েছে ত্রিশাল উপজেলায়। বাকি অংশ নান্দাইল উপজেলায়। তবে এই সড়ক চালু হওয়ার কারণে নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও তাড়াইল উপজেলার মানুষ বেশি উপকৃত হবে।
×