ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনের কাছে হার দিয়ে শুরু বাংলাদেশের

প্রকাশিত: ০১:৩১, ৬ সেপ্টেম্বর ২০২১

ফিলিস্তিনের কাছে হার দিয়ে শুরু বাংলাদেশের

রুমেল খান ॥ আগের পাঁচবারের মোকাবেলায় কোন জয় নেই। কেবল একটি ড্র ছিল। আশা করা হয়েছিল নতুন কৌশলে খেলে ষষ্ঠবারের মোকাবেলায় অধরা প্রথম জয় কুড়িয়ে নিয়ে কিরগিজস্তানে অনুষ্ঠিত ‘থ্রি নেশন্স কাপ’ ফুটবলে শুভসূচনা করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিন্তু তা আর হলো কই? রবিবার রাতে বিশকেকের দোলেন ওমুরাযাকোভ স্টেডিয়ামে অনুষ্ঠিত সিঙ্গেল লীগ পদ্ধতির এই টুর্নামেন্টে হার দিয়ে শুরু করেছে লাল-সবুজ বাহিনী। তাদের ২-০ গোলে হারায় ফিলিস্তিন। গোল দুটি করেন লায়িথ খারুব (৩৩ মিনিটে) এবং ইয়াসার হামিদ (৪৭ মিনিটে)। বিজয়ী দল ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে এটা ১০২ ফিফা র‌্যাঙ্কিংধারী ফিলিস্তিনের প্রথম জয়। ৩ পয়েন্ট নিয়ে তারা আপাতত আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। নিজেদের প্রথম ম্যাচে তারা ১-০ গোলে হেরেছিল স্বাগতিক কিরগিজস্তানের কাছে। ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে কিরগিজস্তান আছে ফিলিস্তিনের ঠিক নিচেই। পয়েন্ট তাদের সমান হলেও কম গোল করার কারণে আপাতত পয়েন্ট টেবিলের দুইয়ে আছে তারা। আর ১ ম্যাচে ১ হারে শূন্য পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে তলানিতে। আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে শেষ ম্যাচ, যাতে স্বাগতিক কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচটি ড্র হলে চ্যাম্পিয়ন হয়ে যাবে কিরগিজস্তান। আর বাংলাদেশ জিতলে তিন দলের পয়েন্ট সমান হয়ে গেলে বাংলাদেশও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। তবে অনেক সমীকরণ মেলাতে হবে এক্ষেত্রে। যেমন বাকি দুই দলের চেয়ে তাদের গোল বেশি থাকতে হবে, গোল ডিফারেন্সে এগিয়ে থাকতে হবে, প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে হেড টু হেড লড়াইয়ে এগিয়ে থাকতে হবে, কার্ড প্রাপ্তিতে অন্য দুই দলের চেয়ে পিছিয়ে থাকতে হবে। ফলে এটা মোটামুটি পরিষ্কার- এই আসরে বাংলাদেশ দলের শিরোপা জেতার সম্ভাবনা খুবই কম। যদি রবিবারের খেলায় বাংলাদেশ ন্যূনতম ড্র-ও করতে পারত, তাহলে অবশ্য সেই সম্ভাবনাটা বেশ ভালভাবেই জিইয়ে রাখতে পারত জেমি ডের শিষ্যরা। রবিবারের খেলায় বাংলাদেশ ভাল খেলেছে মূলত দ্বিতীয়ার্ধে। যদিও বলার মতো আক্রমণ এই অর্ধে করতে পারেনি তারা। বলের নিয়ন্ত্রণ নিতে হিমশিম খেয়েছে তারা। ফিলিস্তিনের দীর্ঘদেহী ও সুঠামদেহী ফুটবলারদের শক্তির সঙ্গে সেভাবে কুলিয়ে উঠতে পারেনি তারা। বাংলাদেশ দল প্রথম একাদশ সাজায় পাঁচ ডিফেন্ডারকে নামিয়ে। তারপরও অর্ধ হালি গোল হজম করতে হয় তাদের।
×