ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাজশাহী সীমান্তে ভারতীয় ৮ মহিষ জব্দ

প্রকাশিত: ১২:৪৪, ৩১ জুলাই ২০২১

রাজশাহী সীমান্তে ভারতীয় ৮ মহিষ জব্দ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আটটি ভারতীয় মহিষ জব্দ করেছে রাজশাহী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১) ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে নগরীর রাজপাড়া থানাধীন কেশবপুর চর এলাকা থেকে মহিষগুলো আটক করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, শুক্রবার রাত ১০টায় বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের সহকারী পরিচালক দেলোয়ার হোসাইনের নেতৃত্বে ১৬ জনের একটি বিশেষ টহল দল রাজশাহীর কেশবপুর চর এলাকায় টহল পরিচালনা করে। এ সময় বড় আটটি ভারতীয় মহিষ জব্দ করা হয়। জব্দকৃত মহিষের আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। আজ শনিবার মহিষগুলো রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
×