ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেশবপুরে ২২শ’ পরিবারকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ

প্রকাশিত: ১১:৪৮, ৩১ জুলাই ২০২১

কেশবপুরে ২২শ’ পরিবারকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ কেশবপুরের ২২শ’ পরিবারকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম দিন মজুর ও শ্রমিক শ্রেণীর মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণসহ খাদ্য সহায়তা প্রদান করেন। মেয়র রফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে যে ২২শ’ পরিবারের তাদের মধ্যে রয়েছেন, বাস শ্রমিক, মিনিবাস শ্রমিক, প্রাইভেটকার শ্রমিক, ভাড়ায় চালিত মটরসাইকেল শ্রমিক, ভ্যান চালক শ্রমিক, চায়ের দোকাদার উল্লেখযোগ্য। তাদের প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ৫শ’ লিটার তেল ও ৫শ’ গ্রাম করে লবণ দেয়া হয়েছে। খাদ্য সহায়তা বিতরণের সময় পৌর সভার কাউন্সিলরগন উপস্থিন ছিলেন।
×