ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড়ে দলবদ্ধ ধর্ষণের শিকার রৌমারীর এক কিশোরী

প্রকাশিত: ১৭:১৭, ৩০ জুলাই ২০২১

জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড়ে দলবদ্ধ ধর্ষণের শিকার রৌমারীর এক কিশোরী

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ কুড়িগ্রামের রৌমারী থেকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ভারত সীমান্তবর্তী গারো পাহাড়ের লাউচাপড়া পিকনিক স্পটে বেড়াতে গিয়ে প্রেমিক ও তার সহযোগীদের দ্বারা দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৭)। রৌমারী উপজেলার কোমরভাঙ্গী উত্তরপাড়ার দরিদ্র পরিবারের ওই কিশোরী স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। বৃহস্পতিবার বিকেলে এই ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই কিশোরী নিজে বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই রৌমারী উপজেলার কোমরভাঙ্গী উত্তরপাড়া এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে প্রতারক প্রেমিক অটোচালক হোসাইন শান্ত ও তার চার সহযোগীসহ নয়জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। তাদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন- রৌমারী উপজেলার কোমরভাঙ্গী উত্তরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে হোসাইন শান্ত (২১), আজিজুল বেপারীর ছেলে আমিরুল ইসলাম আমরুল (২১), তজিমলের ছেলে আঙ্গুর আলম (২৩) ও বকশীগঞ্জের পলাশতলা এলাকার মো. হানবির ছেলে হিটলার (৪৮) ও চর কাউনিয়া সীমারপাড় এলাকার মৃত রেজাউল করিমের ছেলে আজাদ (৫০)। আসামিদের মধ্যে প্রতারক শান্তর বন্ধু শফি আলম (২৩) ও রুহুল আমিনসহ (২১) বাকি আসামিরা পলাতক রয়েছেন। শান্তসহ গ্রেপ্তার পাঁচ আসামিকে শুক্রবার সকালে জামালপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ। একই দিনে ধর্ষণের শিকার ওই কিশোরীকে জামালপুর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগ শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকায় শনিবার সকালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো হবে। পুলিশ ও ভুক্তভোগী ওই কিশোরীর অভিযোগ সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার কোমরভাঙ্গী উত্তরপাড়ার অটোচালক হোসাইন শান্ত (২১) মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে ওই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। শান্ত কয়েকদিন আগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গারো পাহাড়ের লাউচাপড়া পিকনিক স্পটে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয় ওই কিশোরীকে। সে রাজি হলে শান্ত তার নিজের অটোতে করে ওই কিশোরী ও একই এলাকার আরো চার বন্ধুকে নিয়ে বৃহস্পতিবার দুপুরের পর তারা ওই পিকনিট স্পটে যান। করোনা পরিস্থিতিতে পিকনিক স্পটের কার্যক্রম বন্ধ থাকায় তারা ওই কিশোরীকে নিয়ে পিকনিক স্পটের কাছেই গারো পাহাড়ের চূড়ায় নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জনকণ্ঠকে জানান, দলবদ্ধ ধর্ষণের শিকার ওই কিশোরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। প্রধান আসামি অটোচালক শান্তসহ গ্রেপ্তার পাঁচজন আসামিকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য ওই কিশোরীকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলাটির অন্য আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
×