ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ

প্রকাশিত: ১৭:৪৪, ২৮ জুলাই ২০২১

শরীয়তপুরে স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর ॥ পরকিয়ার জের ধরে শরীয়তপুর পৌরসভার বাস-স্ট্যান্ডের পেছনে বাগিয়া এলাকায় স্ত্রীকে হত্যা করে বুধবার সকালে পালং মডেল থানায় আত্মসমর্পণ করেছে ঘাতক স্বামী আরিফ হোসেন মুন্সী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায, বুধবার ভোরে স্বামী আরিফ হোসেন মুন্সী নিজ ঘরে তার স্ত্রী রাজিযা সুলতানা মৌকে(২৮) মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করে। এরপর সকালে তিনি স্বেচ্ছায় পালং মডেল থানায় এসে পুলিশকে বিষয়টি অবহিত করে। পুলিশ আরিফ হোসেন মুন্সীকে আটক করে থানায় বসিয়ে রাখে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পায়। পরে পালং মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্বামী আরিফ হোসেন মুন্সীর বাড়ি ফরিদপুর জেলায়। তার পিতার নাম চাঁন মিযা মুন্সী। তিনি দীর্ঘদিন যাবত শরীয়তপুর বাসষ্ট্যান্ড এলাকায় একটি টায়ারের দোকানে কাজ করতেন। তিনি স্ত্রীর রাজিযা সুলতানা মৌ ও তার দুই সন্তানসহ শরীয়তপুর পৌরসভার বাগিয়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন বলেন, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ইতোমধ্যে আসামী থানায় এসে আমাদের কাছে আত্মসমর্পণ করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে দেখা যাবে। পরকিয়ার কারণে এ হত্যাকান্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
×