ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় অস্বাভাবিক জেয়ারে পায়রা বন্দরসহ গোটা উপকূলের জনজীবন বিপর্যস্ত

প্রকাশিত: ১৬:০৬, ২৮ জুলাই ২০২১

কলাপাড়ায় অস্বাভাবিক জেয়ারে পায়রা বন্দরসহ গোটা উপকূলের জনজীবন বিপর্যস্ত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ প্রবল বর্ষণের সঙ্গে ঝড়ো হাওয়া এবং অস্বাভাবিক জেয়ারে উপকূলীয় কলাপাড়ায় পায়রা বন্দরসহ তৎসংলগ্ন এলাকার জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বাঁধ ভাঙ্গা জনপদ রামনাবাদপাড়ের হাজার হাজার মানুষের বাড়িঘর থেকে জনপদ সব পানিতে ডুবে গেছে। পুকুর-ঘেরের মাছ ভেসে গেছে। ধসে গেছে পায়রা বন্দরের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসনকেন্দ্র-২ প্যাকেজের লালুয়ার আবাসন কেন্দ্রের ড্রেনেজ ব্যবস্থাসহ সড়কের একাংশ। তবে তা পুনঃনির্মাণের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিং কোম্পানি। বুধবার সকাল থেকে একাজ করা হচ্ছে। হাজার হাজার কৃষকের আমন বীজতলা কোমর সমান পানির নিচে ডুবে গেছে। সবজি চাষীদের ফলন ধরা ক্ষেত পানিতে ডোবায় চরম হতাশ শত শত পরিবার। অতিরিক্ত পানি নিষ্কাশনের সকল খালে কমবেশি অবৈধ বাঁধ দিয়ে প্রভাবশালী মহল স্লুইসসহ খালের দখল নেওয়ায় কৃষকের কপাল পুড়তে বসেছে। সরকারি দলের এই মহলটি প্রাকৃতিক দূর্যোগের চেয়েও বেশি করে কৃষকের বুকে চেপে বসেছে জগদ্দল পাথরের মতো। উপজেলা প্রশাসন অতিসম্প্রতি পাঁচজুনিয়া গ্রামের একটি খালের ২৫ বছরের দখলদারিত্ব উচ্ছেদে অন্তত ১৬টি বাঁধ অপসারন করেছে। ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, কৃষকের দূর্ভোগ লাঘবে খালের পানির প্রবাহ সচল রাখতে সরকারের উদ্যোগ চলমান রয়েছে। কুয়াকাটা সৈকতের দীর্ঘ এলাকার গাছপালা স্থাপনা প্রবল বর্ষণের পাশাপাশি অস্বাভাবিক জোয়ারে তছনছ করে দিয়েছে। চরম ঝুকিতে রয়েছে ট্যুরিজম পার্কসহ আশপাশের স্থাপনা। সাগরের ভাঙ্গন যেন সব গিলে খাচ্ছে। পাউবোর প্রটেকশনের উদ্যোগে কোন প্রতিকার হচ্ছে না। মিরাবাড়ি পয়েন্টে বেড়িবাঁধের স্লোপের ব্লক সরে অনেকটা দেবে গেছে। প্রকৃতির রুদ্ররোষ যেন হামলে পড়েছে কলাপাড়ার গোটা উপকূলে। করোনাকালীন লকডাউনের মধ্যে এমনিতেই জনজীবন চরম দূর্বিষহ হয়ে পড়েছে। তার মধ্যে প্রকৃতির এই দূর্যোগ আরেকদফা বিপর্যস্ত করে তুলেছে মানুষকে। প্রবল বর্ষণে এখন মানুষ দিশেহারা হয়ে পড়েছে। খেপুপাড়া রাডার স্টেশনের দেয়া তথ্যানুসারে কলাপাড়ায় বুধবার সকাল ছয় টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের খবর নিশ্চিত করেছে।
×