ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীদের কর প্রদানের আহ্বান শিক্ষা উপমন্ত্রীর

প্রকাশিত: ১৫:০১, ২৪ জুলাই ২০২১

ব্যবসায়ীদের কর প্রদানের আহ্বান শিক্ষা উপমন্ত্রীর

অনলাইন ডেস্ক ॥ ব্যবসায়ীদের করদানে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আপনাদের অনেকের মাঝে আমরা কর ফাঁকি দেয়ার প্রবণতা দেখি। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা সঠিক পরিমাণে কর প্রদান করবেন। আপনাদের করে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ হবে। তার সঙ্গে সঙ্গে আপনারাও সে উন্নয়নের অংশীদার হবেন।’ আজ শনিবার (২৪ জুলাই) চট্টগ্রাম নগরের ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের হাজারী গলির শিববাড়ি প্রাঙ্গণে লকডাউন কর্মহীন ৩৪০ জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যবসায়ীদের করদানে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘আপনাদের অনেকের মাঝে আমরা কর ফাঁকি দেয়ার প্রবণতা দেখি। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা সঠিক পরিমাণে কর প্রদান করবেন। আপনাদের করে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ হবে। তার সঙ্গে সঙ্গে আপনারাও সে উন্নয়নের অংশীদার হবেন।’ শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, ‘হাজারী গলির একটা ঐতিহ্য আছে। এখানে স্বর্ণালঙ্কার তৈরির অনেক দক্ষ কারিগর ও বিভিন্ন ধরনের স্বর্ণ ব্যবসায়ী আছেন। আপনারা শান্তিপ্রিয় মানুষ। আপনারা যাতে কোনো ধরনের অন্যায় বা জুলুমের শিকার না হন, সেই ব্যাপারে আমরা সচেতন থাকব। যারা এই শিল্পে কাজ করছেন তারা হেনস্থা ও হয়রানির শিকার হবেন, এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না।’ উপমন্ত্রী বলেন, ‘বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি আপনারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। যারা আপনাদের হয়রানি করছে তাদের বলে দিতে চাই, সাবধান হয়ে যান। যদি শান্তি প্রিয় ব্যবসায়ীরা আর কোন ধরনের চাঁদাবাজি বা হয়রানির শিকার হয় তাহলে আমরা ব্যবস্থা নিতে জানি। হয়রানি ও জুলুমকারীদের বিচারের সম্মুখীন হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান সবাই এদেশে শান্তিতে বসবাস করুক, শান্তিতে ব্যবসা করুক। যারা এই শান্তি বিনষ্টের চেষ্টা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।’ ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক জহর লাল হাজারী সভাপতিত্বে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংরক্ষিত ওয়ার্ড মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রতন আচার্য্য, নগর সেচ্ছাসেবক লীগ নেতা হেলাল উদ্দিন ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জীব বিশ্বাস সাজু প্রমুখ।
×