ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

প্রকাশিত: ১২:০৩, ২১ জুলাই ২০২১

মাদারীপুরে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে ১০ কেজি গাঁজাসহ মোঃ মিলন শেখ (৪২) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাবচ-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল। মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার আছমত আলী খান সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী মোঃ মিলন শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার আইকদিয়া গ্রামের রহমান শেখের ছেলে। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, র্যাব-৮এর সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ জমির উদ্দীন আহমেদ-এর নেতৃত্বে মঙ্গলবার (২০জুলাই) রাত ৯টার দিকে সদর উপজেলার আছমত আলী খান সেতুর টোল প্লাজার পূর্বপার্শ্বে শরীয়তপুর গামী মহাসড়কের উপর টিনের তৈরি পুরাতন টোল ঘরের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজাসহ মোঃ মিলন শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১০ কেজি গাঁজা, হাতল যুক্ত কাঠের তৈরী একটি লেচ-ফিতার বাক্স, যার ভেতরে ১৪ জোড়া ইমিটেশনের কানের দুল, ৬ জোড়া ইমিটেশনের টপ কানের দুল, ৩টি ইমিটেশনের হার, ৫ জোড়া ফুল ক্লিপ, ১০টি চাপ ক্লিপ, ৩৬ টি কালো ক্লিপ, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, ০১টি সীমকার্ড এবং মাদক বিক্রিত নগদ ২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের কাছ থেকে র্যাব জানতে পারে ধৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন ধরে ফেরিওয়ালার ছদ্মবেশে চাঁদপুর হতে মাদারীপুর হয়ে গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। মোঃ মিলন শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার আইকদিয়া গ্রামের রহমান শেখের ছেলে। ধৃত আসামিকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। র্যাব-৮ এর এধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান র্যাব-৮, মাদারীপুর-এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ।
×