ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনা ‘একশ’ বেডের ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু

প্রকাশিত: ১৭:৫৮, ১৬ জুন ২০২১

খুলনা ‘একশ’ বেডের ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন করোনা আক্রা ছিলেন। বাকি চার জন করোনার উপসর্গ নিয়ে মারা যান। করোনা পজিটিভ পাঁচ রোগীর একজন খুলনার ও বাকি চার জন বাগেরহাটের। এ নিয়ে করোনা হাসপাতালে এখন পর্যন্ত ৩১২ জন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হলো। বুধবার (১৬ জুন) সকাল ৮টা পর্যন্তএখানে ১৩৯ জন ভর্তি রয়েছেন। এদিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে আওতাধীন করোনা ডেডিকেটেড হাপতালে রোগীর চাপ অস্বাভিক বৃদ্ধি পেতে থাকায় খুলনা জেনারেল হাসপাতালকে করোনা হাসপাতালে পরিণত করার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী সপ্তাহে এখানে ৭০ শয্যা চালু করা হবে বলে সংশ্ল্ষ্টি সূত্রে জানা গেছে। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকালপার্সন ও খুমেক হাসপাতালের আরএমও সুহাস রঞ্জন হালদার বলেন, এ হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে রোগীর সংখ্যা বেড়েছে। ফলে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। যেহেতু এখানে ১০০ বেড রয়েছে। তাই অতিরিক্ত ভর্তি হওয়া রোগীদের ফ্লোরে রেখে সেবা দিতে হচ্ছে। তিনি আরও বলেন, বুধবার সকাল ৮টা পর্যন্ত ১৩৯ রোগী ভর্তি ছিল। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী ৭০ জন এবং বাকি ২১ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। হাসপাতালের আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে ২৮ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩৮ জন। আর ছাড়পত্র নিয়েছেন ৫০ জন। এ সময়ে মারা গেছেন ৯ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন। এদিকে করোনা পরিস্থিতির ক্রম অবনতি হওয়ায় এবং খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ধারণ ক্ষমতার অধিক রোগী ভর্তি থাকায় খুলনা জেনারেল হাসপাতালেও করোনা ইউনিট করা হচ্ছে। খুলনা সিভিল সার্জন ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, এ হাসপাতালের নতুন ভবনে করোনা ইউনিট চালু করা হবে। এখানে আপতত: সর্বোচ্চ ৭০জন রোগী ভর্তি করা যাবে। তাদের জন্য অক্সিজেন প্লান্ট যুক্ত করা হয়েছে। আগামী রবি অথবা সোমবার এ হাসপাতালে করোনা রোগী ভর্তিও সম্ভাবনা রয়েছে। হাসপাতালের বর্তমান জনবল দিয়েই কোভিড হাসপাতালের কার্যক্রম শুরু করা হবে। তবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কাছে কিছু ডাক্তার পদায়নের জন্য চাওয়া হয়েছে।
×