ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পতাকা মিছিল ঘিরে ইসরাইল-ফিলিস্তিন ফের উত্তেজনা

প্রকাশিত: ২১:১২, ১৬ জুন ২০২১

পতাকা মিছিল ঘিরে ইসরাইল-ফিলিস্তিন ফের উত্তেজনা

পূর্ব জেরুজালেমে উগ্র ডানপন্থী ইসরাইলী দলগুলোর পতাকা মিছিলকে কেন্দ্র করে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সৃষ্ট উত্তেজনা থেকে নতুন করে সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই কর্মসূচীকে ইসরাইলের উসকানি অভিহিত করে গাজায় বিক্ষোভের ডাক দিয়েছে ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহ। সংঘাতের হুমকি এসেছে সশস্ত্র গোষ্ঠী হামাস থেকে। ফিলিস্তিনী প্রধানমন্ত্রী মোহাম্মদ শিতায়েহ এক টুইটে বলেন, ‘দখলকৃত জেরুজালেমে উগ্রপন্থী ইসরাইলী বসতি স্থাপনকারীদের পতাকা মিছিল করতে দিলে তার ভয়ঙ্কর প্রতিঘাতের বিষয়ে আমরা সতর্ক করেছি।’ মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এই মিছিল শুরু হওয়ার কথা। -আলজাজিরা
×