ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে ঈদের দিন লাশ হলেন কৃষক

প্রকাশিত: ১৯:০৮, ১৪ মে ২০২১

শিবগঞ্জে ঈদের দিন লাশ হলেন কৃষক

সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মসজিদে ঈদের নামাজ পড়তে গিয়ে সাইদুল আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মে) সকালে উপজেলার চককীর্তি ইউনিয়নের গৌরিশংকরপুর বারোমাসিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল একই এলাকার মৃত আমজাদ আলীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন। জামে মসজিদের মুয়াজ্জিন আনজারুল হক জানান, বারোমাসিয়া বানজারা গৌরিশংকরপুর জামে মসজিদটি সম্প্রতি দ্বিতীয় তলার ছাদ নির্মাণ শেষ হয়েছে। ঈদের দিনের নামাজ আদায়ে মুসল্লিদের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় তলায় মাদুর বিছানোর কাজ করছিলেন সাইদুল। এ সময় অসর্তকতা কারণে পেছনের দিকে সরতে থাকলে সীমানা প্রাচীর না থাকায় ছাদ থেকে পড়ে গুরুত্বর আহত হন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চককীর্তি ইউপি চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম জানান, লাশ নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং দাফনের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
×