ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাথরঘাটায় ২ জেলেসহ ১ টি ট্রলার ও জাল আটক

প্রকাশিত: ১২:৪৯, ৪ মে ২০২১

পাথরঘাটায় ২ জেলেসহ ১ টি ট্রলার ও জাল আটক

নিজস্ব সংবাদদাতা, পাথরঘাটা ॥ বরগুনার পাথরঘাটার বিষখালী নদীতে কোষ্টগার্ড ও মৎস্য অধিদফতর যৌথ অভিযান চালিয়ে দুই জেলেসহ ১টি মাছধরা ট্রলার ও অবৈধ জাল আটক করেছে। সোমবার (০৩/০৫/২০২১) দিবাগত রাতে আটক করা হয়। রাত নয়টারদিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করে ট্রলারসহ দুই জেলেকে ছেড়ে দিলেও অবৈধ জাল রাত ১১টার দিকে পাথরঘাটা ষ্টেডিয়ামে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাথরঘাটা কোষ্টগার্ড ষ্টেশন কমান্ডার জানান, কোষ্টগার্ড সদস্য এবং মৎস্য অধিদফতরের যৌথ পরিচালনায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১ টি মাছধরা ট্রলারসহ দুই জেলে ও অবৈধ ১১ হাজার মিটার মশারী জাল এবং ৬ পিস বেহুন্দি জাল আটক করি। রাত নয়টার দিকে কোষ্টগার্ড ও মৎস্য অধিদফতরের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা সুলতানা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতি জেলেকে ২ হাজার টাকা ও মাছধরা ট্রলারটিকে ৮ হাজার ছয় শত টাকা মোট ১২ হাজার ছয়শত টাকা জরিমানা আদায় করে ট্রলারসহ দুই জেলেকে ছেড়ে দিলেও রাতেই পাথরঘাটা ষ্টেডিয়াম মাঠে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। তিনি আরও বলেন আমাদের অভিযান অব্যহত থাকবে।
×