ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় লকডাউন আছে প্রধান সড়কে, গ্রামে নেই

প্রকাশিত: ১২:৫১, ২১ এপ্রিল ২০২১

হাতিয়ায় লকডাউন আছে প্রধান সড়কে, গ্রামে নেই

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ কারো মুখে নেই মাস্ক, চা দোকানে জমযমাট আড্ডা, সামাজিক দুরত্ব মানছেনা ক্রেতা বিক্রেতা কেউ, সরকারী ভাবে ঘোষণা দেওয়া কঠোর লকডাউনের কোন চিহ্ন নেই এখানে। সাংবাদিকের মোটরসাইকেল দেখে দুই একজন কৌতহলে দৌড়ে এসে প্রশ্ন করলেন কেন এলেন ? লকডাউন মানা হচ্ছে কিনা তা দেখতে এলাম এমন উত্তরেও কেউ সাড়া দিলেন না। যে যার মতো করে কাজ করে যাচ্ছে ঠিক আগের মতই। এটি নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামের ইসলামিয়া বাজারের চিত্র। আজ বুধবার সকালে সরেজমিনে গেলে এসব চিত্র দেখা যায় বাজার এলাকায়। অন্যদিকে এর বিপরীত চিত্র উপজেলা সদর সহ প্রধান সড়কে। প্রথম ৭দিনের কঠোর লকডাউনে হাতিয়া থানা পুলিশ প্রধান সড়ক ওচখালিতে চেকপোষ্ট বসিয়ে তদারকি করতে দেখা যায়। ভ্রাম্যমান আদালতের একটি টিম প্রতিদিনই প্রধান সড়কে বিভিন্ন বাজারে গিয়ে মোবাইল কোট পরিচালনা করে মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলতে বাধ্য করছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নাজিম উদ্দিন বলেন, উপজেলা করোনা প্রতিরোধ কমিঠির বৈঠকে আমরা লকডাউনে নিত্য প্রয়োজনীয় মালামালের দোকান ছাড়া গ্রামের হাটবাজার গুলো বন্ধ রাখার জন্য অনুরোধ করে ছিলাম।
×