ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলের এলেঙ্গায় পুলিশকে টাকা দিতে না পারায় ধানকাটা শ্রমিকদের ভোগান্তি

প্রকাশিত: ১৮:০১, ১৭ এপ্রিল ২০২১

টাঙ্গাইলের এলেঙ্গায় পুলিশকে টাকা দিতে না পারায় ধানকাটা শ্রমিকদের ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ চাহিদা মতো টাকা দিতে না পারায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক থেকে শতাধিক ধান কাটা শ্রমিক বহনকারী দুটি ট্রাক আটক করেছে পুলিশ। এমন অভিযোগ করেছে কৃষি শ্রমিক ও ট্রাক ড্রাইভার। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে ট্রাক দুটি আটক করা হয়। এতে খোলা আকাশের নিচে দুর্ভোগে রাত কাটিয়েছেন শ্রমিকরা। এছাড়াও ধান কাটা শ্রমিকদের অনুমতিপত্র জব্দ করার অভিযোগও রয়েছে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে। ধান কাটার শ্রমিকরা জানান, কৃষি অফিসারের অনুমতি নিয়ে পাবনা থেকে দুটি ট্রাকযোগে মুন্সিগঞ্জ ও হবিগঞ্জের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করেন। তাদের মধ্যে অনেকেই রোজা রেখেছিলেন। এলেঙ্গা পর্যন্ত আসলে পুলিশ তাদের ট্রাক দুটি দাঁড় করায়। এ সময় এলেঙ্গা হাইওয়ে পুলিশ টাকা দাবি করলে টাকা দিতে না পারায় তাদের ট্রাক জব্দ করে এলেঙ্গা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। রাত থেকে না খেয়ে শতাদিক শ্রমিক খুব কষ্ট করছে। অনেকেই আবার সেহেরিও খেতে পারেননি। এতে করে তারা চড়ম ভোগান্তিতে পড়েছেন। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, শ্রমিকরা দুটি ট্রাকের মধ্যে একটিতে ৪৮ জন, আরেকটিতে ৭২ জন শ্রমিক স্বাস্থ্যবিধি না মেনে তাদের গন্তব্যে যাচ্ছিলেন। দূর্ঘটনারোধে ট্রাক দুটি ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। আমরা আমাদের ব্যবস্থাপনায় বাস সংগ্রহ করে তাদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করছি।
×