ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে পুকুর মালিকের ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৩:০৯, ১৫ এপ্রিল ২০২১

সুন্দরগঞ্জে পুকুর মালিকের ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ বৃষ্টি বাদলের তোড়ে এবং বর্ষাকালে পানির স্রোতে রাস্তার ধারে পুকুর থাকায় প্রতিবছর রাস্তা ধসে যায় ও ভেঙ্গে পড়ে। যার কারইে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা শিকার হয় যানবাহন ও পথচারিগণ। সম্প্রতি হাইকোর্টে রাস্তাঘাট যাতে করে ক্ষতিগ্রস্ত না হয় সে কারনে রাস্তা হতে ১০ফিট দুরে পুকুর দিতে হবে মর্মে জনস্বার্থে একটি রিট করা হয়। রিট শুনানি শেষে হাইকোর্ট রাস্তঘাট থেকে ১০ ফুট দুরে পুকুর দেয়ার আদেশ দেন। পাশাপাশি আদেশ না মানলে জরিমানা এবং সাজার বিধান রেখে রুল জারি করেন। সেই আদেশ অমান্য করে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের আব্দুল জব্বার মিয়া রাস্তার সাথে পুকুর দেয়ার ভ্র্যামমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ তার ৫০ হাজার টাকা জরিমানা করে। গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে রাস্তার ধারে জব্বার মিয়ার পুকুর দেয়া বন্ধ করে দিয়ে জরিমানা করেন। পাশাপাশি আগামি ১৫ দিনের মধ্যে রাস্তা থেকে ১০ ফুট পর্যন্ত মাটি ভরাট করে দিতে হবে। তা না হলে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বিচারক। জব্বার ওই গ্রামের আব্দুল হাকিম উদ্দিন ব্যাপারীর ছেলে। সে গত এক সপ্তাহ ধরে ভেকু দিয়ে মাটি তুলে রাস্তার ধারে পুকুর দিয়ে আসছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তার জরিমানা করে। জব্বার মিয়া জানান, হাইকোর্টের আদেশটি তার জানা ছিল না। সে কারণে তিনি রাস্তার সাথে মাছের খামার দেয়ার লক্ষে পুকুর তৈরি করছিল। এব্যাপারে সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার জানান, হাইকোর্টের আদেশ অমান্য করে রাস্তার ধারে পুকুর দেয়ার কারণে তার জরিমানা করা হয়েছে। জনস্বার্থে বিষয়টি প্রচার প্রচারণার জন্য ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে সকলকে অবগত করা হয়েছে।
×