ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বরিশালে প্রতীকী মঙ্গল শোভাযাত্রা

প্রকাশিত: ১২:২৩, ১৫ এপ্রিল ২০২১

বরিশালে প্রতীকী মঙ্গল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সবাইকে মাস্ক পরতে, স্বাস্থ্যবিধি মেনে চলতে ও ঘরে থাকার বার্তা দিয়ে করোনা সংক্রমণরোধে সারাদেশের ন্যায় বরিশালেও অত্যন্ত সীমিত পরিসরে বাংলা নতুন বছরকে (পয়লা বৈশাখ) বরণ করেছেন সাংস্কৃতিক কর্মীরা। মাত্র পাঁচজন শিল্পী ও ১২ জন শিক্ষার্থী নিয়ে চারুকলা বরিশালের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রতিকী মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া শিশুদের জন্য অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতার মধ্যদিয়ে বাংলা নববর্ষ বরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিকী মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা করোনা প্রতিরোধী এবং বর্ষবরণের আলপনা অঙ্কিত বিশেষ ধরণের ফেসশিল্ড পরে কর্মসূচী পালন করেন। পরে চারুকলা বরিশালের কার্যালয়ে রাখি বন্ধন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ষবরণ অনুষ্ঠানের চারুকলার আয়োজকরা বলেন, শিশুদের উৎসবের আমেজ দিতে অনলাইনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের জন্য সংক্ষিপ্ত এই আয়োজন চারুকলা বরিশালের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
×