ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মঠবাড়িয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই, আটক ১

প্রকাশিত: ১৮:০৮, ১৪ এপ্রিল ২০২১

মঠবাড়িয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই, আটক ১

সংবাদদাতা,মঠবাড়িয়া (পিরোজপুর)॥পিরোজপুরের মঠবাড়িয়ায় তুষখালী বাজারের স্বর্ণ ব্যবসায়ী উত্তম কুমার কর্মকার (চানু) (৫৫) ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে গুলি করে স্বর্ণ ও নগদ অর্থ লুটে নিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে তুষখালী ইউনিয়ন বাজার থেকে আধা কিলোমিটার দুরে চড়থালী-মঠবাড়িয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বত্তরা ওই ব্যবসায়ীর সাথে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও আনুমানিক ৪/৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা। উত্তম কর্মকার মধ্যতুষখালী গ্রামের মৃত গণেশ কর্মকারের ছেলে। জানাগেছে, মঙ্গলবার ৮টার দিকে তুষখালী ইউনিয়ন বাজারের উত্তম জুয়েলার্সের স্বত্তাধিকারী উত্তম কর্মকার দোকান বন্ধ করে তিনি ও তার স্ত্রী লক্ষী রানী কর্মকার(৫০) রিক্সাযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে মোটরসাইকেল নিয়ে পূর্বে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করেলে তিনি বাম পায়ে গুলিবিদ্ধ হন। এবং তার কাছে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে প্রথমিক চিকিৎসা শেষে রাতেই উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মঠবাড়িয়া থানার ওসি মোঃ মাসুদ্দুজ্জামান মিলু জানান, এ ঘটনায় আহতের মেয়ে বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই গ্রামের হারুন জমাদ্ধারের পুত্র মামুন (২৫) কে আটক করা হয়েছে।
×