ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে ঘোষণা দিয়ে প্রতিবেশী নারীকে কুপিয়ে খুন

প্রকাশিত: ১৩:০১, ১২ এপ্রিল ২০২১

বরিশালে ঘোষণা দিয়ে প্রতিবেশী নারীকে কুপিয়ে খুন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার হিজলা উপজেলার শ্রীপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে রেহেনা বেগম (৪০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজনে। এসময় হামলায় নিহতের মা নুরজাহান বেগম (৭০) গুরুতর আহত হয়েছেন। রেহানা বেগম ওই একই এলাকার মৃত আমির হোসেন হাওলাদারের স্ত্রী। প্রতিবেশী আব্দুর রহিম মল্লিকের পুত্র তামিম, সাব্বির ও তাদের ফুফু হাজেরা খাতুন রবিবার সন্ধ্যা রাতে রেহেনা বেগমের বাসার সম্মুখে বসে মা ও মেয়েকে এলোপাথারি কুপিয়ে আহত করে ফেলে যায়। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকেরা রেহেনা বেগমকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের মা নুরজাহান বেগমকে রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, প্রতিবেশী মৃত আব্দুর রহিম মল্লিক এবং মৃত আব্দুল মান্নান মুন্সীর ওয়ারিশদের মধ্যে একটি জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধপুর্ণ জমির সীমানাপ্রাচীর অতিক্রম করলে রহিম মল্লিকের ছেলেরা প্রতিপক্ষ রেহেনা বেগমকে কুপিয়ে হত্যার হুমকি দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, হুমকি উপেক্ষা করে রবিবার সন্ধ্যায় রেহেনা বেগম সীমানা প্রাচীর অতিক্রম করলে তার ওপর চড়াও হয় যুবক তামিম। এসময় রেহেনার সাথে মা নুরজাহান বেগম একত্রিত হয়ে প্রতিবাদ করলে যুবক তামিম, সাব্বির ও তাদের ফুফু হাজেরা খাতুন মা-মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, নিহত রেহেনা বেগমের লাশের ময়নাতদন্তের জন্য আজ সোমবার সকালে মর্গে প্রেরণ করা হবে। হামলাকারী ঘাতকদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
×