ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গিনিতে বিস্ফোরণে নিহত ১৫

প্রকাশিত: ০১:০৬, ৯ মার্চ ২০২১

গিনিতে বিস্ফোরণে নিহত ১৫

মধ্য আফ্রিকার পশ্চিম উপকূলীয় দেশ নিরক্ষীয় গিনিতে ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে এসব বিস্ফোরণে আরও প্রায় ৫০০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসি। রবিবার দেশটির বৃহত্তম শহর বাটায় একটি সামরিক ব্যারাকের কাছে এসব বিস্ফোরণ ঘটে। নিরক্ষীয় গিনির প্রেসিডেন্ট তেওদোরো ওবিয়াং এঙ্গেমা জানিয়েছেন, দিনের বেলা ‘অবহেলাজনিত’ কারণে ব্যারাকের গুদামে এসব বিস্ফোরণ ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া ছবিতে বিস্ফোরণ স্থল থেকে ওঠা বিশাল ধোঁয়ার কুণ্ডলি ও ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের প্রতিবেদনে লোকজনকে ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খোঁজ করতে এবং ধসেপড়া ভবন থেকে ধ্বংসাবশেষ সরাতে দেখা গেছে। আহতদের বাঁচাতে দ্রুত রক্ত দেয়ার আহ্বান জানানো হয়েছে গণমাধ্যমে। হাসপাতালের বেডে স্থান সঙ্কুলান না হওয়ায় আহত অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।
×