ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তেঁতুলিয়ায় ১১ হাজার ভোল্ট তারে আটকে প্রাণ গেলো রং মিস্ত্রির

প্রকাশিত: ১৮:৫২, ২ মার্চ ২০২১

তেঁতুলিয়ায় ১১ হাজার ভোল্ট তারে আটকে প্রাণ গেলো রং মিস্ত্রির

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ তেঁতুলিয়ায় ১১ হাজার ভোল্ট তারে আটকে প্রাণ গেলো মিস্ত্রির । মৃত রং মিস্ত্রির নাম শাকিল হোসেন (২৮)। মৃত শাকিল পঞ্চগড় পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার শাহজাহান আলীর ছেলে। আজ মঙ্গলবার সকালে তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকার গ্রীন কেয়ার নামে একটি চা কারখানায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, শালবাহান এলাকার গ্রীন কেয়ার চা কারখানায় রং মিস্ত্রির কাজ করছিলো শাকিল। কাজ করার এক পর্যায়ে কারখানার ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের তারে মাথা স্পর্শ হলে সে তারের সংগে আটকে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় কারখানার লোকজন তাকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া বিদ্যুতপৃষ্টে রং মিস্ত্রির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
×