ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁবাসীর জন্য এবার সড়ক হবে চার লেনের

প্রকাশিত: ১৭:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২১

নওগাঁবাসীর জন্য এবার সড়ক হবে চার লেনের

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ ভয়াবহ যানজটের কবলে নাকাল নওগাঁবাসী। শহরের ছোট-বড় যানবাহন চালকরা মানছে না ট্রাফিক আইন। এমন কি তাদের ট্রাফিক আইন কি তাও অজানা। নেই তাদের কোন লাইসেন্স বা প্রশিক্ষন। সব কিছু মিলিয়ে শহরবাসী পথ চলাচলে যেন দুর্ভোগের অন্ত নেই। পাশাপাশি রয়েছে তাদের জীবনের ঝুঁকি। প্রতিটি যানবাহন চালকের একটায় প্রতিযোগীতা, “আমি আগে যাব আর শুধু আমিই যাব। অন্য কেউ যেতে পারলো কিনা সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই। এতে ৪ বা ৫ সারি হলেও পুরো রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকবো। ফাঁক পেলেই গাড়ির মাথা ঢুকিয়ে দেব। ঠিক এমন অবস্থাতে নওগাঁ বাসীর জন্য সুখবর দিতে যাচ্ছে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ। পূর্ব নওগাঁর ঢাকা রোডের মোড় থেকে চৌমাশিয়ার (নওহাটা) মোড় পর্যন্ত সাড়ে ১৬ কিলোমিটার সড়কটি ৪ লেনে উন্নীত করার পরিকল্পনার গ্রহণ করেছে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ। সড়কের প্রয়োজনে নির্মাণ করা হবে, ব্রীজ, কালর্ভাট, ড্রেন, ফুটপাত ও রোড ডিভাইডারসহ নানান অবকাঠামো। মোট ১০০ ফুট প্রসস্থ হবে বর্তমান সড়কটি। আগামী ১ মাসের মধ্যে এ সংক্রান্ত ডিপিপি সাবমিট করা হবে বলে জনকন্ঠকে জানিয়েছেন, নওগাঁর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজেদুর রহমান। নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর অফিস সূত্রে জনা গেছে, নওগাঁ সদর ৫ আসনের এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন ও নওগাঁর মহাদেবপুর-বদলগাছী ৩ আসনের এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম নওগাঁ সড়ক বিভাগকে গত বছর নবেম্বর মাসের দিকে সড়ক প্রসস্থকরন বিষয়ে একটি ডিও লেটার দেন। এই বিষয়ে একই মতামত ব্যক্ত করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। ফলে ডিও লেটারটি জোড়দার হয়। এরপর সড়ক বিভাগ ডিপিপি প্রস্তুতের কাজে হাত দেয়। ডিপিএমের কাজ সমাপ্ত হয়েছে এবং আগামী ১ মাসের মধ্যে তা সাবমিট করা হবে। এতে প্রাথমিক ব্যয় হবে প্রায় ৯শ’ কেটি টাকা। ছোট যমুনা নদী নওগাঁ শহরকে বিভাজন করেছে। ফলে শহর গড়ে উঠেছে নদীর এপার ওপার। নওগাঁ আর পার নওগাঁ। শহরের মধ্যে ছোট যমুনা নদীর উপরের লিটন সেতুটি ২ লেনের। অবশ্য সড়ক প্রসস্থ করতে গিয়ে ভাঙ্গা পড়ছেনা সেতুটি। এর পাশ দিয়ে অনুরুপ আরো একটি সেতু নির্মান করা হবে। ফলে দুই সেতু মিলে ৪ লেন দাঁড়াবে। বর্তমান লিটন সেতুটি ব্যাপক সংস্কারের আওতায় আনা হচ্ছে। একই ভাবে শহরের অপর নদী তুলশী গঙ্গার উপর ২ লেনের যে সেতুটি আছে তার পার্শ্বে অরো একটি ২ লেনের সেতু নির্মান করা হবে। চার লেনে সড়কটি উন্নীত করতে গিয়ে সড়কের দু’ধারে ব্যক্তি মালিকানাধীন যে জমি ও অবকাঠামো অধিগ্রহন করা হবে এবার ওই জমির মালিকরা পাবেন জমির মূল্যবাবদ ৩ গুণ ও অবকাঠামোর জন্য ২ গুন। ১৯৮২ সালের সরকারী মূল্য যা ছিল তার দেড় গুন ক্ষতি পূরন পেয়ে আসছিলেন ক্ষতিগ্রস্থ মালিকরা। তবে ২০১৭ সালের জমি অধিগ্রহনের সংশোধিত আইন অনুযায়ী এবার পাচ্ছেন জমির জন্য ৩ গুন ও অবকাটোমোর জন্য ২ গুন ক্ষতিপূরন। নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজেদুর রহমান জনকন্ঠকে বলেন, এ সংক্রান্ত ডিও লেটার পাওয়ার পর একটি প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নওগাঁর ঢাকা বাইপাস মোড় থেকে মহাদেবপুর উপজেলার চৌমাশিয়ার মোড় পর্যন্ত সাড়ে ১৬ কিলোমিটা সড়কটি ৪ লেনে উন্নীত করার প্রাথমিক পরিকল্পনার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ১ মাসের মধ্যে ডিপিপি সাবমিট করা হবে। নওগাঁ শহরের সড়কের দুই ধারে এখনও কোন বড় ধরণের অবকাঠামো গড়ে ওঠেনি। ফলে এখনই সড়ক প্রসস্থকরার সুযোগ রয়েছে। সড়ক প্রসস্থ করতে গিয়ে রাইট অব ওয়ে অর্থাৎ আর যা যা করার প্রয়োজন হবে তার সব কিছুই করা হবে।
×