ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাইজিরিয়ায় স্কুল থেকে তিন শ’ ছাত্রী অপহরণ

প্রকাশিত: ০১:২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২১

নাইজিরিয়ায় স্কুল থেকে তিন শ’ ছাত্রী অপহরণ

জনকণ্ঠ ডেস্ক ॥ নাইজিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের প্রদেশ জামফারায় বন্দুকধারীরা কয়েক শ’ ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির। স্কুলের এক শিক্ষক জানান, শুক্রবার সকালে বন্দুকধারীরা হামলা চালানোর পর অন্তত তিন শ’ ছাত্রী নিখোঁজ রয়েছে। জামফারার গবর্নর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। একটি নিউজ পোর্টালকে এক শিক্ষক জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় দুপুর একটার দিকে জাঙ্গেবে শহরের সরকারী বালিকা উচ্চ মাধ্যমিক স্কুলে একদল বন্দুকধারী পিক-আপ গাড়ি ও মোটরসাইকেলে চেপে হাজির হয়। এদের মধ্যে কয়েকজন সরকারী নিরাপত্তা বাহিনীর পোশাক পরিহিত ছিল। তারা জোরপূর্বক ছাত্রীদের গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনার পর অপহৃত ছাত্রীদের অভিভাবকরা স্কুলের বাইরে এসে জড়ো হন। কেউ কেউ জঙ্গলের মধ্যে তাদের সন্তানের খোঁজ করতে থাকেন।
×